যেভাবে গানের জগতে এলেন নজরুল
কাজী নজরুল ইসলামের সংগীতে হাতে-খড়ি হয় মাত্র দশ-বারো বছর বয়সে, এক লেটো দলে যোগ দিয়ে। লেটো ছিল এক ধরনের গ্রামীণ বিনোদনদল—নাচ, গান, অভিনয় মিলিয়ে গঠিত। এই দলগুলি বর্ধমান অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষকে আনন্দ দিত এবং একই সঙ্গে কিছু উপার্জনও করত। কিশোর নজরুল এই দলে যোগ দিয়েছিলেন দোহার হিসেবে। অচিরেই তিনি তাঁর অসামান্য …