যুগের কবি নজরুল: সময়ের মধ্যে, সময়কে অতিক্রম করে
কাজী নজরুল ইসলামকে তাঁর সমসাময়িকেরা ‘যুগের কবি’ বলে আখ্যায়িত করেছিলেন—এটি নিছক প্রশংসাবাক্য নয়, বরং এক নিখুঁত মূল্যায়ন। কিন্তু কাকে ‘যুগের কবি’ বলা চলে? যিনি কালের দাবি মেটান, যিনি সময়ের সংকটে মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন—তিনিই তো প্রকৃত অর্থে যুগের কবি। নজরুল তেমনই এক কবি, যিনি শুধু তাঁর সময়ের প্রয়োজন মিটিয়েই থেমে থাকেননি; তিনি রেখে গেছেন এমনসব …