কাজী নজরুলের ৪টি দেশাত্মবোধক গানের পরিচয়: নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।
কাজী নজরুলের ৪টি দেশাত্মবোধক গানের পরিচয় । নজরুলের ভাবনা
৪টি দেশাত্মবোধক গানের পরিচয় নিম্নে প্রদত্ত হলো :
১ । বল ভাই মাভৈ : মাভৈ
গ্রন্থ : বিষের বাঁশি
প্রকাশকাল : ডিসেম্বর-১৯৪৭
রেকর্ড নং : জি. ই. ৭১৫৬
স্বরলিপি : নজরুল স্বরলিপি ৩য় খণ্ড
পর্যায় : দেশাত্মবোধক
শ্ৰেণী : গণসঙ্গীত
তাল : দ্রুত দাদ্রা
শিল্পী : গৌরী কেদার ভট্টাচার্য্য
২। বলবীর উন্নত মম শির
পত্রিকা : (১) মোসলেম ভারত কার্তিক, ১৩২৮
(২) বিজলী, পৌষ- ১৩২৮
(৩) প্রবাসী- মাঘ- ১৩২৮
গ্রন্থ : অগ্নিবীনা
রেকর্ড নং : জি. ই. ৭৭১৪
সুর : শেখলুৎফর রহমান এবং গিরীণ চক্রবর্তী
পর্যায় : দেশাত্মবোধ
শ্ৰেণী : গণসঙ্গীত
তাল : কাহারবা
(৩) আমার দেশের মাটি ও ভাই খাঁটি সোনার
গ্রন্থ : চোখের চাতক
প্রকাশকাল : এপ্রিল-১৯৩৩
রেকর্ড নং : এন ৭০৯৭
স্বরলিপি : সুরলিপি
বিষয় : দেশাত্মবোধক
শ্রেণী : বাউল (পল্লী সুর) তাল : লোফা (শ্রীখোল)
শিল্পী : গোপাল চন্দ্রসেন

(৪) কারার ঐ লৌহকপাট
রচনাকাল ও স্থান : ১৯২৩ কলকাতা
পত্রিকা : বাংলার কথা ২০ জুন-১৯২২
রেকর্ড নং : জি. ই. ৭৫০৬
স্বরলিপি : নজরুল গীতিমালা ২য় খণ্ড
প্রকাশকাল : জুন ১৯৪৯
বিষয় : দেশাত্ববোধক
শ্ৰেণী : গণসঙ্গীত
তাল : দ্রুত দাদ্রা
শিল্পী : গিরীন চক্রবর্তী