যে কোন ৪টি ইসলামিক গানের পরিচয় । নজরুলের ভাবনা

যে কোন ৪টি ইসলামিক গানের পরিচয়: নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।

 

যে কোন ৪টি ইসলামিক গানের পরিচয়

 

যে কোন ৪টি ইসলামিক গানের পরিচয় । নজরুলের ভাবনা

কাজী নজরুলের ৪টি ইসলামিক গানের পরিচয় নিম্নরূপ :

১। খুশি লয়ে খোশরোজের

গ্রন্থ : জুলফিকার

পত্রিকা : জয়তী

প্রকাশকাল : ১৯৩২

রেকর্ড : এন ৭০২৭

স্বরলিপি : নজরুল স্বরলিপি : ৫ম খণ্ড

শিল্পী : মোহাম্মদ কাশেম পর্যায় : ইসলামী

রাগ : কাফি

তাল : কাহার্বা

 

২। খোদা এই গরীবের শোন আহ্বান

গ্রন্থ : বনগীতি

প্রকাশকাল : সেপ্টেম্বর : ১৯৩৯

পর্যায় : ইসলামী

রেকর্ড : এফ. টি : ১২৯৭১

স্বরলিপি : নজরুল স্বরলিপি ৩য় খণ্ড

শিল্পী : আব্বাস উদ্দীন আহমদ

তাল : কাহারবা

 

যে কোন ৪টি ইসলামিক গানের পরিচয়

 

৩। চলরে কাবার জিয়ারতে

গ্রন্থ : নজরুল গীতি

প্রকাশ : সেপ্টেম্বর ১৯৩৬

রেকর্ড নং : ৪৫৭১ (এফ. টি)

শিল্পী : আব্বাস উদ্দিন

পর্যায়: ইসলামী তাল : কাহারবা

স্বরলিপি : নজরুল সুর সংকলন

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

৪ । জরীন হরফে লেখা

গ্রন্থ : নজরুল গীতি অখণ্ড ।

রেকর্ড : এফ, টি-১২৭৩৭

প্রকাশকাল : মার্চ ১৯৩৯

শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ

পর্যায় : ইসলামী তাল : দাদ্রা

আরও দেখুনঃ

Leave a Comment