হে গোবিন্দ রাখো চরনে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

হে গোবিন্দ রাখো চরনে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ দাদ্‌রা

হে গোবিন্দ রাখো চরনে

 

হে গোবিন্দ রাখো চরনে

 

হে গোবিন্দ রাখ চরণে।
মোরা তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে॥
গঙ্গা ঝরে যে শ্রীচরণ বেয়ে
কেন দুখ পাই সে চরণ চেয়ে
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে॥
হরি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়
তোমারি দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তায়।
হরি সব তরী ডুবে যায়
তোমার চরণ তরী ত’ ডোবে না হায়,
তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক নিখিল ভুবনে॥

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হে গোবিন্দ রাখো চরনে [ নজরুল সঙ্গীত ] – বিটু শীল :

 

 

হে গোবিন্দ রাখো চরনে হে গোবিন্দ রাখো চরনে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

হে গোবিন্দ রাখো চরনে

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

আরও পড়ুন :

Leave a Comment