নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম ও প্রকাশকাল নিয়ে আজকের আলোচনা। নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৩,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত।
বিভিন্ন বিদেশী সুরের আদলে রচিত গানের সংখ্যাও কম নয়। এ ছাড়া লুপ্ত বা লুপ্তপ্রায় রাগ-রাগিণীকে অবলম্বন করে ‘হারামণি’ পর্যায়ের গান এবং নতুন সৃষ্ট রাগ-রাগিণীর উপর ভিত্তি করে লেখা ‘নবরাগ’ পর্যায়ের গানগুলি নজরুলের সাংগীতিক প্রতিভার অসামান্য কৃতিত্বের পরিচয় বহন করে।”
নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম ও প্রকাশকাল
সঙ্গীত গ্রন্থাবলি:
বুলবুল (১ম খণ্ড)।। আশ্বিন ১৩৩৫, অক্টোবর ১৯২৮
চোখর চাতক ।। অগ্রহয়ান ১৩৩৬, ডিসেম্বর ১৯২৯
চন্দ্রবিন্দু।। ১৩৩৭ সাল, ১৯৩০। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়ার দ্বিতীয় মুদ্রণ, ১৩৫২ সাল, ১৯৪৮
নজরুল গীতিকা।। ভাদ্র, ১৩৩৭, সেপ্টেম্বর ১৯৬০
নজরুল স্বরলিপি।। শ্রাবণ ১৩৩৮, আগস্ট ১৯৩১
সুরলিপি । ভাদ্র ১৩৪১, সেপ্টেম্বর ১৯৩৪
সুরসাকী।। আষাঢ় ১৩৩৯, জুলাই ১৯৩২
জুলফিকার ।। ভাদ্র ১৩৩৯, সেপ্টেম্বর ১৯৩২
বন-গীতি ।। আশ্বিন ১৩৩৯, অক্টোবর ১৯৩২
গুলবাগিচা। ১৩৪০ সাল, ২৭ জুন ১৯৩৩
গীতি-শতদল ।। বৈশাখ, ১৩৪১, এপ্রিল ১৯৩৪
সুর-মুকুর। আশ্বিন ১৩৪১, সেপ্টেম্বর ১৯৩৪
গানের মালা।। আশ্বিন ১৩৪১, অক্টোবর ১৯৩৪
বুলবুল (২য় খণ্ড)।। জ্যৈষ্ঠ ১৩৫৯, ১৯৫২
রাঙাজবা।। বৈশাখ ১৩৭৩, ১৯৬৬
নজরুল-গীতি – অখণ্ড। ৬ আশ্বিন ১৩৮৫
বিবিধ গ্রন্থাবলী দেবীস্তুতি।।
মহালয়া ১৩৭৫ সাল, ১৯৬৯
সন্ধ্যামালতী।। শ্রাবণ ১৩৭৭, ১৯৩৫

আরও দেখুনঃ