সখি জাগো রজনী পোহায় | Sokhi jago rojoni pohay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

সখি জাগো রজনী পোহায় | Sokhi jago rojoni pohay | সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।

রাগঃ ভৈরবী

তালঃ যৎ

সখি জাগো রজনী পোহায় | Sokhi jago rojoni pohay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

সখি জাগো রজনী পোহায় গানের কথা:

 সখি জাগো, রজনী পোহায়
মলিন কামিনী-ফুল যামিনী-গলায়।।
চলিছে বধূ সিনানে
(ওগো) বসন বশ না মানে
শিথিল আঁচল টানে পথের কাঁটায়।।


google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

সখি জাগো রজনী পোহায় স্বরলিপি:

 

সখি জাগো রজনী পোহায় scaled সখি জাগো রজনী পোহায় | Sokhi jago rojoni pohay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

সখি জাগো রজনী পোহায়

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

 

সখি জাগো রজনী পোহায় | Sokhi jago rojoni pohay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]
নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

আরও পড়ুন:

Leave a Comment