“বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়” – এই হৃদয়স্পর্শী নজরুলগীতি কাজী নজরুল ইসলামের বিরহবোধ, প্রেম, এবং কাব্যিক সুরশিল্পের এক উজ্জ্বল নিদর্শন। গানটি একতালে রচিত এবং এটি নজরুল নিজেই কণ্ঠে ধারণ করেছিলেন, যা একান্তভাবে এই গানের গুরুত্ব ও আবেগকে বাড়িয়ে তোলে।
গানটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে (জুলাই ১৯৩২ খ্রিস্টাব্দ), কবির ৩৩ বছর ১ মাস বয়সে, তাঁর বিখ্যাত সংগীতসংকলন ‘সুর-সাকী’ গ্রন্থে।
এই গানে বিরহের গভীরতা, প্রেমিক হৃদয়ের ছটফটানি ও নিশিথিনীর দীর্ঘ যন্ত্রণার প্রকাশ আছে – যা বাংলা সংগীতজগতের এক অনবদ্য সম্পদ হয়ে আছে। কবির অসাধারণ সুরারোপ ও গায়কীতে এই গান আজও হৃদয়ে দোলা দেয়।
বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়।
(biroher nishi kichhute ar)
বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়।
জাগরণে দেখা দিলে না নাথ স্বপনে আসিয়া দেখা দিও॥
হেরিব কবে সে-মোহন রূপ
শুকায়েছে মালা, পড়েছে ধূপ,
নিভে যদি যায় জীবন-দীপ তুমি এসে নাথ জ্বালাইও১॥
তব আশা-পথ চাহি’ বৃথায়
দিবস মাস বরষ যায়,
এ জনমে যদি ভুলিলে হায় – পর জনমে না ভুলিও॥

শুনুন:

আরও দেখুন: