কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠান । নজরুলের ভাবনা

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠানঃ  সুধীবৃন্দ শুভ সন্ধ্যা। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১০৫ তম জন্ম ।

 

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠান

 

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠান । নজরুলের ভাবনা

কাজী নজরুল ইসলাম একখান সার্থক সঙ্গীত সম্রাট বাংলা গানের ইতিহাসে তিনি অত্যন্ত উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন। নজরুল তাঁর সুনিপুণ সুরের আঁচরে বাংলা গানকে করেছেন যথেষ্ট সমৃদ্ধশালী। সঙ্গীতের এমন কোনো পর্যায় নেই যেখানে তিনি পদচারণা করেননি। তিনি অজস্র গান লিখে গেছেন। আজ তার ১০৫ তম জন্ম জয়ন্তীতে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও নিবেদন করছি তার কিছু বিখ্যাত গান।

সুধীবৃন্দ প্রথমেই পরিবেশন করছি নজরুল বিখ্যাত একটি উদ্দীপনামূলক গান দিয়ে। গানটি পরিবেশন করছে এদেশের উদয়ীমান শিল্পীবৃন্দ। তারা হচ্ছে- নওরীন, সুমন, মৌ, শীমু সিন্থিয়া, বিজন পরিতোষ, মজনু ও মাসুদ।

১। গানের কথা- “সঙ্গ সরন তীর্থ যাত্রা”

(৪:৩০ সেকেন্ডে )

প্রেম সঙ্গীতে নজরুল অনন্য। নজরুলের প্রেমপর্যায়ের গানগুলি একেবারেই মানবিক। তার গানে প্রেম চিরন্তন শাশ্বত রূপে প্রকাশ পেয়েছে। এবার কাব্যগীতি পর্যায়ের একটি গান নিয়ে আসছেন এদেশের বিশিষ্ট শিল্পী শবনম মুস্তারী।

 

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠান

 

২। “আমি চির তরে দূরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে”

(৪ ৩০ মিনিট)

অসম্প্রদায়িকতা নজরুল ইসলামের মধ্যে খুব প্রকটভাবে ছিল। তিনি কোনো ধর্মকেই ছোট করে দেখতেন না। তিনি সকল ধর্মকে সম্মান করতেন আর তাই তিনি লিখেছেন অজস্র কীর্তন, শ্যামা সঙ্গীত, ভজন ইত্যাদি। এবার নজরুলের একটি কীর্তন পর্যায়ের গান নিয়ে আসছেন বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী জোসেফ- কমল রডিক্স। গানের কথা

৩। ” সখি আমি না হয় মান করেছিনু তোরা তো সকলে ছিলি”।

(৪:৩০ মিনিট)

সেই শতাব্দীর পরিবর্ধিত ও বহু শাখায়িত হিন্দু ধর্মসঙ্গীতের পাশাপাশি পরিশীলিত ও ইসলামী ধর্ম সঙ্গীতের ক্ষেত্রে যে শুন্যতা বিরাজিত ছিল নজরুল তা পরিপূর্ণ করেন। এই ধারাটির সংযোজনের ফলে আধুনিক বাংলা ভক্তি সঙ্গীতের রূপটি পরিপূর্ণ হয়ে ওঠে। কাব্য সঙ্গীতের ধারায় ইসলামী ভক্তিগীতির প্রবর্তন কাজী নজরুল ইসলামের এক ঐতিহাসিক অবদান।

৪ । “খাতুনে জান্নাত ফাতেমা জননী” গানটি পরিবেশন করছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা।

(৪:৩০ মি)

নজরুলের সুনিপুণ লেখনীতে দুই বাংলার ষড়র সৌন্দর্য ফুটে উঠেে চমৎকার ভাবে তেমনই একটি ঋতুভিত্তিক বসন্তের গান গাইছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।

৫। “পলাশ মঞ্জুরী পরায়ে দেলো মঞ্জলিকা”

(৪:০০ মি)

 

কাজী নজরুল ইসলাম সম্পর্কে ১ ঘন্টার ১টি অনুষ্ঠান

 

কাব্যগীতি নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি। প্রায় সাড়ে তিন হাজার গানের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে তার কাব্যগীতি। এবার বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী খালিদ হোসেন নিবেদন করছেন-

৬। “তুমি আরেকটি দিন থাকো”

(৪:০০ মি)

শাস্ত্রীয় সঙ্গীতেও ছিল নজরুলের অবাধ বিচরণ। তিনি প্রচলিত রাগ-রাগীনি ছাড়াও ২০টি রাগ নিজে তৈরি করেছেন। নজরুলের নিজস্ব একটি রাগের গান পরিবেশন করছেন শিল্পী খায়রুল আনম শাকিল। গানের কথা “ধনকুন্তলা এলায়ে বন সবরী ঝুরে”

(৪:০০ মি)

নজরুলের অল্প সময়ের সৃষ্টিশীল জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা সত্যিই বিস্ময়কর। তিনি গ্রাম বাংলার মানুষের জন্যও অনেক গান রচনা করে গেছেন। এরকম একটি গান পরিবেশন করছেন শিল্পী এম, এ, মান্নান। গানের কথা- “বাঁশি বাজায় কে কদম তলায়”

(৪:০০ মি)

নজরুল ইসলাম শুধু একজন গীতিকার ও সুরকারই ছিলেন না তিনি নিজেও একজন কণ্ঠশিল্পী ছিলেন বটে। তার নিজ কণ্ঠে গাওয়া বেশ কিছু গান রয়েছে। তারই গাওয়া “কেন আসিলে ভালবাসিলে” গানটি গাইছেন শিল্পী ইয়াসমীন মুস্তারী।

(৪:৩০ মি)

এবার নজরুরের আরও একটি গান পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী ইয়াকুব আলী খান। গানের কথা “হে প্রিয় আমারে দেবনা ভুলিতে”।

এবার যে গানটি পরিবেশিত হবে সেই গানটিতে শাস্ত্রীয় সঙ্গীতের ছোয়া রয়েছে। নজরুল শাস্ত্রীয় ঠুমরী গানের অনুকরণে সৃষ্টি করেছেন বেশকিছু ঠুমরী অঙ্গের গান। এবার নজরুলের সৃষ্টি একটি ঠুমরী অঙ্গের গান পরিবেশন করছেন এদেশের খ্যাতিমান শিল্পী শাহীন সামাদ। “পরাণ প্রিয় কেন এলে অবেলায়।”

(৪:৩০ মি)

হাসির গান নজরুলের এক অনন্য সৃষ্টি। তিনি বিভিন্ন সময়ে বেশ কিছু হাস্য- রসাত্বক ও ব্যঙ্গাত্বক গান রচনা করেছেন। তেমনই একটি গান পরিবেশন করছেন।

 

শিল্পী রশীদুন্নবী। গানের কথা-

১২। “বেয়াই আলাপের যে ফুরসৎ নাই”।

(৪:৩০ মি)

বাংলা গানের সমৃদ্ধিতে নজরুলের আরও একটি উল্লেখযোগ্য অবদান হলো হিন্দী গান। তার রচিত একটি হিন্দি গান নিবেদন করছেন বিশিষ্ট শিল্পী ও নজরুল গবেষক জনাব সুধীন দাশ।

১৩। “সখিরী দেখতো বাগমে কামিনী”

(৪:০০ মি)

 

google news logo

 

মূলত নজরুলের সৃষ্টি নিয়ে আলোচনা বা তার সৃষ্ট সকল প্রকার সঙ্গীত যদি আমরা নিবেদন করি তা হলে অল্প সময়ে তা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করেছি। নজরুল সৃষ্ট বিভিন্ন আঙ্গিকের গান আপনাদের সামনে তুলে ধরতে। এবার নজরুল রচিত ১টি উদ্দীপনামূলক গান- ‘কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট” সমবেত সঙ্গীতটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি-শুভ রাত্রি।

আরও দেখুনঃ

Leave a Comment