নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি নিয়ে আজকের আয়োজন। পাড়াগাঁয়ের যাত্রাগান, কথকথা, কবিগান ইত্যাদির সাথে কাজী নজরুল ইসলামের নিবিড় পরিচয় ঘটেছিল ছেলেবেলাতেই। তিনি নিজেও লেটোর দলে অভিনয় করতেন নিয়মিত। তিনি ছিলেন গ্রাম্য যাত্রাদলের কবিয়াল। গানও লিখতেন এই দলের জন্য। রঙ্গমঞ্চের সাথে জড়িত থাকার সুবাধে তাঁকে অভিনয়েও অংশগ্রহণ করতে হতো মাঝেমধ্যেই।

 

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি

 

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি

 

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি

 

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি নিম্নরূপ:

নজরুলের গীতিনাট্য:

১. গুল-বাগিচা।

২. অতনুর দেশ। পরিক্রম’, বৈশাখ ১৩৬০

৩. মদিনা। অসম্পূর্ণ ।

৪. শ্ৰীমন্ত এইচ. এম. ডি. এ ৭৪২৪৬।

৫. পণ্ডিত মশায়ের ব্যাঘ শিকার। ‘ছায়াবীথি’, অগ্রাহায়ন ১৩৪০

৬. ঈদুল ফেতর। এন ৯৮২৩-৯৮৩৪।

৭. বিলাতী ঘোড়ার বাচ্চা। এ ২৭২৯৪ ।

৮. বাঙালি ঘরে হিন্দি গান । এন ২৭২৯৪

৯. প্ল্যানচেট। এন ৯৭৬০

১০. বনের বেদে ।

১১. লায়লি-মজনু।

১২. আল্লার রহম ।

 

নজরুলের গীতিনাট্য ও বেতার নাট্যগুলি

 

নজরুলের বেতারনাট্য:

১. দেবীস্তুতি। সম্প্রচার : ২৭ জানুয়ারী ১৯৩৮ ।

২. বিজয়া। সম্প্রচার: ২২ অক্টোবর ১৯৩৯। বেতার জগৎ ১৬ অক্টোবর ১৯৩৯

৩. হরপ্রিয়া। সম্প্রচার ৫ ডিসেম্বর ১৯৩৯

৪. আকশবাণী। সম্প্রচার ২৬ আগস্ট ১৯৪০।

৫. কাবেরী তীরে।

৬. শারদ-শ্রী। ১৩ সেপ্টেম্বর ১৯৪১।

৭. সারঙ্গ-রঙ্গ। ২৩ নভেম্বর ১৯৪০।

৮. ঘট ভৈরব ।

৯. নীলাম্বরী ছন্দসী।

১০. অন্নপূর্ণা

১১. কাফেলা।

১২. দশ মহাবিদ্যা।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুনঃ

Leave a Comment