খড়ের প্রতিমা পূজিস রে তোরা । Khorer Protima Pujis Re Tora । কাজী নজরুল ইসলাম

“খড়ের প্রতিমা পূজিস রে তোরা” কাজী নজরুল ইসলামের রচিত একটি জনপ্রিয় নজরুল সঙ্গীত, যা ভক্তিমূলক এবং সামাজিক সচেতনতার গভীর বার্তা বহন করে। গানটিতে কবি প্রতীকীভাবে তুলে ধরেছেন মানুষ যে কেবল বাহ্যিক পূজার্চনায় ব্যস্ত থেকে মায়ের প্রকৃত স্নেহ ও ত্যাগকে অবহেলা করে, সেটাই প্রকৃত ভক্তির অভাবের পরিচায়ক। শক্তিশালী কথামালা ও আবেগঘন সুরের মাধ্যমে এই গানটি শ্রোতার হৃদয়ে আত্মবিশ্লেষণের আহ্বান জানায়।

 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা [ নজরুল সঙ্গীত ]

 

গানের মৌলিক তথ্য

  • গানের নাম: খড়ের প্রতিমা পূজিস রে তোরা
  • ধরন: নজরুল সঙ্গীত
  • রচয়িতা: কাজী নজরুল ইসলাম
  • রাগ: ভৈরবী
  • তাল: দাদ্‌রা
  • প্রকাশকাল: সুনির্দিষ্ট তথ্য নেই
  • বিষয়ভিত্তিক শ্রেণি: ভক্তিমূলক / সামাজিক সচেতনতা

 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
হায়রে অন্ধ বুঝিস নে,
মাকে তো তোরা পূজিস নে।
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে
মাকে তো তোরা পূজিস নে।।

বছর বছর মাতৃ পূজার
করে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায়
মা ও যে পাষাণময়।
বছর বছর মাতৃ পূজার
করে যাস অভিনয়,
ভীরু সন্তানে হেরি লজ্জায়
মা ও যে পাষাণময়।

মাকে জিনিতে সাধন-সমরে
সাধক তো কেহ যুঝিস নে,
মাকে তো তোরা পূজিস্ নে।
খড়ের প্রতিমা পুজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে
মাকে তো তোরা পূজিস নে।।

মাটির প্রতিমা গলে যায় জলে
বিজয়ায় ভেসে যায়,
আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে
আকাশে-বাতাসে মা’র স্নেহ জাগে
অতন্দ্র করুণায়।

তোরই আশে-পাশে তাঁর কৃপা হাসে
কেন সেই পথে তাঁরে খুঁজিস্ নে?
মাকে তো তোরা পূজিস্ নে।

খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পূজিস নে,
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মাকে তো তোরা পুজিস নে,
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
প্রতি-মার মাঝে প্রতিমা বিরাজে
হায়রে অন্ধ বুঝিস নে,
মাকে তো তোরা পূজিস নে।
খড়ের প্রতিমা পূজিস রে তোরা
মা কে তো তোরা পূজিস নে
মা কে তো তোরা পুজিস নে।।

খড়ের প্রতিমা পূজিস রে তোরা

 

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

খড়ের প্রতিমা পূজিস রে তোরা [ নজরুল সঙ্গীত ] – বিটু শীল :

 

Leave a Comment