এস এস রস লোক বিহারী | Esho esho rosh lok bihari | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

এস এস রস লোক বিহারী | Esho esho rosh lok bihari | গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল’ ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী। ‘গুল-বাগিচা’য় ঠুংরী, গজল দাদরা, চৈতী, কাজরী, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্মসঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢং-এর গান দেওয়া হইল। আমার সৌভাগ্যবশত প্রায় সমস্ত গান গুলি ইতিমধ্যে লোকপ্রিয় হইয়া উঠিয়াছে।

 

এস এস রস লোক বিহারী | Esho esho rosh lok bihari | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

ভৈরবী-একতালা

 

এস এস রস লোক বিহারী

 

এস এস রস লোক বিহারী গানের কথা :

এস এস রস-লোক-বিহারী
এস মধুকর-দল।
এস নভোচারী স্বপনকুমার
এস ধ্যান-নিরমল।।

এস হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুর-লোক-বাসী,
এস হে মরাল কমল-বিলাসী,
বুলবুল পিক সুরলোকবাসী,
এস হে স্ৰষ্টা এস অ-বিনাশী
এস জ্ঞান-প্রোজ্জ্বল৷৷

দিওয়ানা প্রেমিক এস মুসাফির,
ধূলি-ম্লান তবু উন্নত শির,
অমরা-অমৃতজয়ী এস বীর
আনন্দ-বিহ্বল।।

মাতাল মানব করি মাতামাতি
দশ হাতে যবে লুটে যশ-খ্যাতি,
তোমরা সৃজিলে নব দেশ জাতি
অগোচর অচপল।

খেলো চির-ভোলা শত ব্যথা সয়ে,
সংহাত ওঠে সংগীত হয়ে,
শত বেদনার শতদল লয়ে
লীলা তব অবিরল।।

ভুলি অবহেলা অভাব বিষাদ
ধরণিতে আনো স্বর্গের স্বাদ,
লভি তোমাদের পণ্য প্ৰসাদ

পেনু তীর্থের ফল।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

আরও পড়ুন :

 

Leave a Comment