আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি | Ami sundor nohi jani he bondhu jani | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি [Ami sundor nohi jani he bondhu jani ]-গানের মালা গ্রন্থটি ৯৫ টি সংগীত সমৃদ্ধ গ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর (কার্তিক ১৩৪১) প্রকাশ করেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। গ্রন্থটি উৎসর্গপত্রে লেখা ছিল: “পরম স্নেহভাজন শ্রীমান অনিলকুমার দাস কল্যাণবরেষুকে”। ৪+৯৬ পৃষ্ঠার গ্রন্থের মূল্য ছিল দেড় টাকা।

রাগঃ বেহাগ

তালঃ দাদ্‌রা

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি | Ami sundor nohi jani he bondhu jani | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজী’ নজরুল ইসলাম [ Kazi nazrul islam ]

 

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি গানের কথা :

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি
তুমি সুন্দর, তব গান গেয়ে নিজেরে ধন্য মানি।।
আসিয়াছি সুন্দর ধরণীতে
সুন্দর যারা তাদেরে দেখিতে
রূপ-সুন্দর দেবতার পায় অঞ্জলি দেই বাণী।।
রূপের তীর্থে তীর্থ-পথিক যুগে যুগে আমি আসি’
ওগো সুন্দর বাজাইয়া যাই তোমার নামের বাশিঁ।
পরিয়া তোমার রূপ-অঞ্জন
ভুলেছে নয়ন রাঙিয়াছে মন
উছলি’ উঠুক মোর সঙ্গীতে সেই আনন্দখানি।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি স্বরলিপি :

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি | Ami sundor nohi jani he bondhu jani | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

শেষ প্রার্থনা কবিতা । দোলনচাঁপা কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম | ১৯২৩
কাজী নজরুল’ ইসলাম [ Kazi nazrul islam ]

নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি।

 

 

আমি সুন্দর নহি জানি হে বন্ধু জানি

কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ‘ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি।

তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাযারের খাদেম। নজরুলের তিন ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ‘ইসলামের ডাক নাম ছিল “দুখু মিয়া”। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। ১৯০৮ সালে তার পিতার মৃত্যু হয়, তখন তার বয়স মাত্র নয় বছর।

 

আরও পড়ুন:

Leave a Comment