আধখানা চাঁদ হাসিছে আকাশে | Adhkhana chaad hashiche akashe | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
বেহাগ মিশ্র দাদরা

আধখানা চাঁদ হাসিছে আকাশে গানের কথা :
আধখানা চাঁদ হাসিছে আকাশে,
আধখানা চাঁদ নীচে
প্রিয়া তব মুখে ঝলকিছে।
গগনে জ্বলিছে অগণন তারা
দুটি তারা ধরণিতে
প্রিয়া তব চোখে চমকিছে॥
তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানি
জড়িত তোমার জরিন ফিতায়, রানি।
অঝোরে ঝরিছে নীল নভে বারি,
দুইটি বিন্দু তারই
প্রিয়া তব আঁখি বরষিছে॥
কত ফুল ফোটে ঝরে উপবনে,
তারই মাঝে আছে ফুটি
তোমার অধরে গোলাপ-পাপড়ি দুটি।
মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে,
গান ভুলি তারা তব অঙ্গনে চাহে,
তাহারও অধিক সুমধুর সুর তব
চুড়ি কঙ্কণে ঝনকিছে॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

আরও পড়ুন:
- মুঠি মুঠি আবীর ও কে | Muthi muthi abir o ke | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মদির স্বপনে মম বন ভবনে | Modir shopone momo bon vobone | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁখি তোলো দানো করুণা |Akhi tolo dano koruna | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- যবে সন্ধ্যাবেলায় প্রিয় | Jabe sondhebelay prio | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আধখানা চাঁদ হাসিছে আকাশে | Adhkhana Chad Hashiche Akashe | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম