সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে | Sohosha ki gol badhlo papiya ar pike | নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।
রাগঃ সিন্ধু-ভৈরবী
তালঃ দাদ্রা

সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে গানের কথাঃ
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে।।
নাই বৃষ্টি বাদল ওলো,
দৃষ্টি কেন ঝাপসা হলো?
অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে।।
পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার ব্যথার কথা কে গেল সই লিখে।
মনে আমার পাইনে লো খেই;
কে যেন নেই, কি যেন নেই।
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে।।
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে গানের স্বরলিপিঃ
১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।
![সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে | Sohosha ki gol badhlo papiya ar pike | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম 5 AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01](/wp-content/uploads/2021/09/AmarNazrul.com-আমার-নজরুল-2667x1526-Logo-01-300x172.png)
নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
আরও পড়ুন:
- ঐ কাজল কালো চোখ | Oi kajol kalo chokh | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মা এসেছে মা এসেছে | Maa esheche maa esheche | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দশ হাতে ঐ দশ দিকে মা | Dosh haate oi dosh dike ma | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁধার রাতের তিমির দুলে আমার সামনে | Adhar rater timir dule amar samne | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ফিরে ফিরে কেন তারই স্মৃতি | Fire fire ken tari smrity | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম