মোর বুক ভরা ছিল আশা | Mor buk vora chilo asha | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।
রাগঃ পাহাড়ী মান্দ্
তালঃ কাহার্বা
মোর বুক ভরা ছিল আশা গানের কথাঃ
মোর বুক ভরা ছিল আশা প্রাণ ভরা ভালোবাসা।
হায় আসিল সে যবে কাছে মুখে সরিল না ভাষা।।
আমি পেয়েছিলাম তায় একা
ছিল চোখে তাহার প্রেম-লেখা,
তবু বলিতে পারিনি তারে কাঁদে প্রাণে কি দুরাশা।।
এসে ভরা নদীর তীরে
পান না করিয়া বারি
আমি আসিলাম ফিরে —
ছিল তৃষ্ণা-কাতর এ প্রাণে মরুভূমির পিয়াসা।।
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
আরও পড়ুন:
- কুমকুম আবির ফাগের | Kumkum abir faager | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- রঙ্গিলা আপনি রাধা | Rongila apni radha | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- চাঁদের দেশের পথ ভোলা ফুল | Chaader desher poth vola ful | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ | Dao shourjo dao dhoirjo hey udar nath | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে | Sohosha ki gol badhlo papiya ar pike | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম