[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

কাজী নজরুল রচিত ছোটদের কবিতা

১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।

একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা- এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস-চেতনার পরিচয় পাওয়া যায়। ১৯২২ সালে তার বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়।তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা খুকী ও কাঠবিড়ালি, লিচু-চোর, খাঁদু-দাদু ইত্যাদি তারই প্রমাণ।

 

কাজী নজরুল রচিত ছোটদের কবিতা 

 

কাজী নজরুল রচিত ছোটদের কবিতা

 

নজরুল রচিত ছোটদের কবিতাগুলো নিম্নে দেয়া হলো:

ঝিঙে ফুলঃ আনুমানিক আশ্বিন, ১৩০৩, অক্টোবর ১৯২৬

সঞ্চয়নঃ ১৩৬২ সাল, ১৯৫৫

পিলে পটকা পুতুলের বিয়েঃ ১৩৭০, নভেম্বর ১৯৬৩

ঘুম জাগানো পাখিঃ অগ্রহায়ন, ১৩৭১, নভেম্বর ১৯৬৪

 

কাজী নজরুল রচিত ছোটদের কবিতা কাজী নজরুল রচিত ছোটদের কবিতা

 

সাত ভাই চম্পাঃ ‘পুতুলের বিয়ের পর।

ঘুমপাড়ানী মাসী-পিসিঃ শ্রাবণ ১৩৭২, ১৯৬৫

ফুলে ও ফসলেঃ ১১ জ্যৈষ্ঠ ১৩৮৯, ২৬ মে ১৯৮২

ভোরের পাখিঃ ১১ জ্যৈষ্ঠ ১৯৮৯, ২৬ মে ১৯৮২

তরুণের অভিযানঃ ১১ জ্যৈষ্ঠ ১৩৮৯, ২৬শে ১৯৮২

সাত ভাই চম্পাঃ ১১ জৈষ্ঠ ১৩৮৯, ২৬ মে ১৯৮২

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

মটুকু মাইতিরঃ ১১ জ্যৈষ্ঠ ১৩৮৯, ২৬মে ১৯৯২

জাগো সুন্দর চির কিশোরঃ ১১ জৈষ্ঠ ১৩৮৯, ২৬ মে ১৮৯২

নজরুল কিশোর সমগ্রঃ ১১ জৈষ্ঠ ১৩৮৯, ২৬ মে, ১৮৯২

 

আরও দেখুনঃ

Leave a Comment