তোমার হাতের সোনার রাখি | Tomar haater shonar rakhi | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

তোমার হাতের সোনার রাখি গানের কথা :
তোমার হাতের সোনার রাখি আমার হাতে পরালে।
আমার বিফল বনের কুসুম তোমার পায়ে ঝরালে।।
খুঁজেছি তোমায় তারার চোখে
কত সে-গ্রহে কত সে-লোকে,
আজ কি তৃষিত মরুর আকাশ বাদল-মেঘে ভরালে।।
দূর অভিমানের স্মৃতি কাঁদায় কেন আজি গো!
মিলন-বাঁশি সহসা ওঠে ভৈরবীতে বাজি’ গো!
হেনেছ হেলা, দিয়েছ ব্যথা
মনে পড়ে আজ কেন সে-কথা,
মরণ-বেলায় কেন এ গলায় মালার মতন জড়ালে।।
নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি/ফারসি উভয় ভাষাতেই নামকরণ করেন। যেমন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ।
তখন দেশজুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান ১৯ জুনে- এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে।

আরও পড়ুন:
- তরুণ অশান্ত কে বিরহী | Orun oshanto ke birohi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মুঠি মুঠি আবীর ও কে কাননে ছড়ায় | Muthi muthi abir o ke kanone choray | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মদির স্বপনে মম বন ভবনে | Modir shopne momo bon vobone | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁখি তোলো দানো করুণা | Akhi Tolo dano koruna | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসী তলায় | Jobe sondhebelay prio tulshi tolay | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম