ঘুমায়েছে ফুল পথের ধুলায় | Ghumayeche ful pother dhulay | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।
দেশ কাওয়ালি
ঘুমায়েছে ফুল পথের ধুলায় গানের কথাঃ
ঘুমায়েছে ফুল পথের ধুলায়, (ওগো)
জাগিয়ো না উহারে ঘুমাইতে দাও।
বনের পাখি ধীরে গাহো গান,
দখিনা হাওয়া ধীরে ধীরে বয়ে যাও॥
এখনও শুকায়নি চোখে তার জল,
এখনও অধরে হাসি ছলছল;
প্রভাত-রবি শুকায়ো না তায়,
ধীরে কিরণে তাহারই নয়নে চাও॥
সামলে পথিক ফেলিয়ো চরণ –
ঝরেছে হেথায় ফুলের জীবন,
ভুলিয়া দোলো না ঝরা পাতাগুলি –
ফুল-সমাধি থাকিতে পারে হেথাও॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
![ঘুমায়েছে ফুল পথের ধুলায় | Ghumayeche ful pother dhulay | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম 4 AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01](/wp-content/uploads/2021/09/AmarNazrul.com-আমার-নজরুল-2667x1526-Logo-01-300x172.png)
আরও পড়ুন:
- শুকনো পাতার নূপুর পায়ে | Shukno patar nupur paye | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- কাজরী গাহিয়া চল গোপ ললনা | Kajri gahiya chole gop lolona | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- যায় ঝিল্মিল্ ঢেউ তুলে | Jay jhilmil dheu tule | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মিলন রাতের মালা হব তোমার অলকে | Milon raater mala hobo tomar oloke | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বনে মোর ফুল ঝরার বেলা | Bone mor ful jhorar bela | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম