বাংলা গানের আধুনিক পর্ব
বাংলা গানের আধুনিক পর্ব নিয়ে আলাপ করবো আজ। বাংলাসঙ্গীত মানেই গান-কথা ও সুরের সমন্বয়ের সৃষ্টরূপ। তাই বাংলাগানের আধুনিক পর্বকে সঙ্গীতের স্বর্ণযুগ বলা হয়। চর্যাপদ হতে এগান বিবর্তনের মাধ্যমে আধুনিকরূপে আত্মপ্রকাশ করে। বাংলা গানের আধুনিক পর্ব আধুনিক পর্বকে যারা অলংকৃত করেছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রদাস সেন এবং কাজী নজরুল ইসলাম অন্যতম। …