কাজী নজরুলের কাব্যগ্রন্থের অনুবাদ সূচক গ্রন্থ
বাংলা সাহিত্যের প্রেম, বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম কেবল মৌলিক কাব্যসৃষ্টি ও সঙ্গীত রচনাতেই অনন্য নন, তিনি অনুবাদক হিসেবেও উচ্চমানের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর অনুবাদ শুধু ভাষান্তর নয়—মূল রচনার ভাব, আবেগ, সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং নান্দনিকতার সঠিক প্রতিফলন ঘটানোই ছিল তাঁর লক্ষ্য। এর মাধ্যমে তিনি বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলোকে বাংলা ভাষার পাঠকের সামনে উন্মোচিত করেছেন। …