গানের আড়াল কবিতা । চক্রবাক কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম
গানের আড়াল কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত চক্রবাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি হৃদয়স্পর্শী কবিতা। ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত এই কাব্যগ্রন্থটিতে মোট ১৯টি কবিতা সংকলিত হয়েছে। চক্রবাকে কবি নজরুল তাঁর অন্তর্গত বেদনার ছবি, প্রেমের অনুভূতি এবং অতীত সুখস্মৃতির গভীর প্রকাশ ঘটিয়েছেন। এখানে বিদ্রোহী নজরুলের পরিবর্তে দেখা যায় এক সংবেদনশীল, প্রেমময় এবং অতীতমুখী রোমান্টিক কবিকে। গানের …