বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয়
বিরহের নিশি কিছুতে আর চাহে না পোহাতে ওগো প্রিয় (একতাল) গানটি নজরুল ইসলাম নিজের গলায় রেকর্ড করেছিলেন। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত ‘ সুর-সাকী’ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস। বিরহের নিশি কিছুতে আর চাহে …