কাজরী গাহিয়া চল গোপ ললনা | Kajri gahiya chole gop lolona | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
কাজরী গাহিয়া চল গোপ ললনা | Kajri gahiya chole gop lolona | সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান। তালঃ লাউনি কাজরী গাহিয়া চল গোপ ললনা গানের কথাঃ কাজরি গাহিয়া এসো গোপ-ললনা। শ্রাবণ-গগনে …