নবীন বসন্তের রানী তুমি | Nobin boshonter rani tumi | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

নবীন বসন্তের রানী তুমি | Nobin boshonter rani tumi গানটি গীতি শতদল এর একটি গান। এই গ্রন্থটির প্রকাশক ছিলেন ডি এম লাইব্রেরি। ৮+১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ছিল দেড় টাকা। 

 

তালঃ কাহার্‌বা

 

নবীন বসন্তের রানী তুমি গানের কথাঃ

পুরুষ : নবীন বসন্তের রানী ‘তুমি গোলাব-ফুলী রঙ।
স্ত্রী : তব অনুরাগের রঙে আমি উঠিয়াছি আজ রেঙে
প্রিয় এই অপরূপ ঢঙ।।
পুরুষ : পলাশ কৃষ্ণচূড়ার কলি
রাঙা ও-পায়ে এলে কি দলি’?
স্ত্রী : বেয়ে প্রেমের পথের গলি
এলাম কঠোর হৃদয় দলি’,
হের পায়ে তাহারি রঙ।।
পুরুষ : হায়, হৃদয়-হীনা হৃদয়-সাথি হয় না তা জানি,
অবুঝ হৃদয় তবু চাহে তায় জানে সে-পাষাণী।
স্ত্রী : ধরিয়া পায়ে প্রেম জানায়ে
যাও পালায়ে শেষে কাঁদায়ে
কাঁদাই যতই, কাঁদি যে ততই;
পুরুষ : বায়ু কেঁদে যায় ফুল ঝরায়ে।
স্ত্রী : না, না, যাও যাও মন চেয়ো না
গন্ধ লহ, ফুল চেয়ো না;
আছে কাঁটা ফুলের সঙ্গ।।
উভয়ে : যাই চল সেই কাননে
নাই কাঁটা ফুলের সনে
যথা নাই বিরহ, শুধু মিলন।।

Leave a Comment