এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী | E ki auporup rupe ma tomay herinu polli jononi | নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী গানের কথা :
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী ।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি ।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি ।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী ।
কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী ।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী ।
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী ।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী ।
শীতের শূণ্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো
কীর্তন শোনো রাতে মা তুমি কীর্তন শোনো রাতে মা
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী ।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী ।
একি অপরুপ রুপে মা তোমার হেরিনু পল্লী জননী [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক :

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

