আমাদের জাতিয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টিগুলোর ভক্তবৃন্দকে আমার শুভেচ্ছা।
আপনারা হয়তো ইতোমধ্যে জেনেছেন, আমরা ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন থেকে, গুরুকুলের আর্ট কালচারের ১৪ টি প্লাটফর্মের পৃষ্ঠপোষকতা করছি।
তার মধ্যে “আমার নজরুল” একটি।
এই প্লাটফরমটি তৈরি হয়েছে কাজী নজরুল ইসলাম এর জীবন ও তার সকল সৃষ্টিকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা এবং তাকে আরও আপন করে নেবার সুযোগ তৈরি করা।
নজরুল তার সংক্ষিপ্ত কর্মজীবনে সাহিত্যে, সঙ্গীতে আমাদের জন্য রেখে গেছেন বিশাল সম্পদভান্ডার। সেই সম্পদভান্ডার বিভিন্ন যুগোপোগী মাধ্যমে দেশে-বিদেশে আরও মানুষের কাছে পৌছে দিতে আমদের কাজ করতে হবে।
আমাদের প্রত্যাশা আরও বেশি বিশি পরিশলিত নজরুল সঙ্গীত শিল্পী তৈরি হবে আমাদের দেশে, আরও নজরুলের সৃষ্টিগুলো নিয়ে গবেষনা হবে। নতুন প্রজন্ম নিত্য নবীন রুপে নজরুল কে তাদের স্বজন হিসেবে আবিস্কার করবে।
এজন্য আমরা নজরুলের সকল সৃষ্টির একটি অনলাইন সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছি। সাথে থাকছে নজরুলের সৃষ্টিগুলোর নিয়মিত ভিডিও পারফর্মেন্স।
আর এই সব কিছুই ফ্রি, আমাদের পক্ষ থেকে উপহার।
আপনাদের অবগতির জন্য জানাতে চাই – আমরা প্রতি বছর আমার নজরুল উদ্যোগ থেকে একটি করে বৃত্তি দেব।
যার অর্থমূল্য আড়াই লক্ষ টাকা। এই অর্থ শিক্ষার্থীর প্রয়োজনীয় তালিম বা ঘরে বসে রেয়াজ অথবা গবেষণা করার জন্য দেয়া হবে।
আমরা পৃষ্ঠপোষকতা করবো তাদের,
– যারা হয়তো নজরুল সঙ্গীত শিখেছেন, পাশাপাশি শাস্ত্রীয় গায়নরীতি শিখে নিজের গায়কী আরও উন্নত করতে চান।
– বা যারা নজরুলের সৃষ্টিগুলো নিয়ে গবেষণায় সুনির্দিষ্ট কাজ করতে চান।
– বা যারা গায়কী, যন্ত্র ব্যবহার যুগোপযোগী করতে কোন বিশেষ গবেষণা করতে আগ্রহী।
এমন প্রার্থীদের জন্যই এই বৃত্তি।
আমাদের ঘোষনাগুলোর দিকে নজর রাখুন। সেখানে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করুন।
আপনাদের আবেদন, আমাদের বিশেষজ্ঞ প্যানেল যাচাই বাছাই করে প্রার্থী চূড়ান্ত করবেন।
নতুন শিল্পী তৈরির পাশাপাশি আমরা বিশ্বাস করি গুণীর কদর না করলে গুণীর জন্ম হয় না।
তাই আমরা এবার বাংলাদেশি নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী বা গবেষকদের মধ্য থেকে একজনকে সম্মাননা প্রদান করবো।
সম্মাননার সাথে ২ লক্ষ টাকা পরিমাণ নগদ অর্থ থাকবে।
আমাদের গুনি শিল্পীদের সন্ধান অব্যাহত রয়েছে। তাছাড়া আপনারাও যদি মনে করেন এমন যোগ্য কারও নাম আমরাদের দৃষ্টির বাইরে আছে। তার নাম আমাদের আর্টিকেলের নিচে কমেন্ট বা সামাজিক মাধ্যমে মেসেজ দেবার মাধ্যমে প্রস্তাব করতে পারেন।
আশা করি আমাদের সবার চেষ্টায়, বাংলাদেশে নজরুল চর্চা আরও অগ্রসর হবে।
আপনার পরিচিত আগ্রহীদের এই বার্তাটি পৌঁছে দেবার অনুরোধ রইলো।
সবাই ভালো থাকবেন।
শুভেচ্ছান্তে,
ড. সীমা হামিদ’
প্রধান পৃষ্ঠপোষক, আমার নজরুল
সাভাপতি, ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন