কয়েকটি তালের সমতা ও বিভিন্নতা: তাল হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বা নৃত্যে একটি ছন্দের নিয়ামক এবং ছন্দের অংশাদির আপেক্ষিক লঘুত্ব বা গুরুত্বের নির্ধারক।তালের নির্দিষ্ট মাত্রা সমষ্টিকে কতকগুলি ছোট বা বড়, সমান বা অসমান বিভাগ এ বিভক্ত করা হয়। এই বিভাগ দুই বা ততোধিক মাত্রার হতে পারে।
নজরুলের গান ও কয়েকটি তালের সমতা ও বিভিন্নতা

(১) প্রিয়াছন্দ-তেওড়া-রূপক:
সমতা (ক) সাত মাত্রার ছন্দ (খ) তিনটি বিভাগ এবং (গ) ৩য় বিভাগে ২টি মাত্রা ।
।। বিভিন্নতা।।
প্রিয়াছন্দ:
১। নজরুল আবিষ্কৃত ছন্দ
২। কেবলমাত্র নজরুলসঙ্গীতেই প্রযোজ্য
৩। ১ম, ২য়, ও ৩য় বিভাগে যথাক্রমে ৩টি, ২টি এবং ২টি (৩/২/২) মাত্রা।
৪। ২টি, ৩টি এবং ২টি (২/৩/২) মাত্রা ২টি এবং ২টি (৩/২/২) মাত্রা।
৫। কোন বিধিবদ্ধ ঠেকা নেই
৬।বিধিবদ্ধ ঠেকা আছে
৭। সম-ফাঁকের নির্দেশ নেই।
৮।সম-ফাকের নির্দেশ আছে।
তেওড়া-রূপক:
১। প্রাচীন শাস্ত্রীয় তাল ।
২। সকল প্রকার গানেই প্রযোজ্য
৩। ১ম, ২য় ও ৩য় বিভাগে যথাক্রমে ৩।২।২ মাত্রা।
৪। ১ম, ২য় ও ৩য় বিভাগে যথাক্রমে ৩টি

(২) তেওড়া-রূপক:
সমতা – (ক) উভয় তালের মাত্রাসংখ্যা সাত, (খ) দুইটি তালেই ৩/২/২ করে তিনটি বিভাগ: (গ) উভয়েই ৪র্থ এবং ৬ষ্ঠ মাত্রার তালি আছে এবং (ঘ) দুটিই শাস্ত্রীয় তাল।
।। বিভিন্নতা ।।
তেওড়া:
১। প্রথম মাত্রা সম
২। ২য় ও ৩য় বিভাগে যথাক্রমে ২য় ও ৩য় তালি
৩। তেওড়া অপেক্ষা গতি শ্লথ।
৪। প্রচলন কম।
৫। তিনটি ভিাগে ২টি তালি এবং ১টি খালি।
রূপক:
১। প্রথম মাত্রায় খালি
২। ২য় ও ৩য় বিভাগে যথাক্রমে ১ম ও ২য় তালি।
(৩) যৎ-আদ্ধা তাল:
সমতা। (ক) মাত্রাসংখ্যা আট; (খ) ৩টি তালি এবং ১টি খালি; (গ) ১ম, ২য় ও ৪র্থ বিভাগে তালি এবং ৩য় বিভাগে খালি: (ঘ) উভয়েই শাস্ত্রীয় তাল এবং (৩) মাত্রাসংখ্যা নিয়ে মতভেদ আছে
।। বিভিন্নতা।।
যৎ তাল:
১। মাত্রা সংখ্যা নিয়ে মতভেদ আছে। মতান্তরে ৮ এবং ১৬ মাত্রার যৎ এর উল্লেখ পাওয়া যায় ।
২। ঠেকার মধ্যে আড়ি নেই।
৩। বাংলা গানে বহুল প্রচলিত।
আদ্ধা তাল:
১। সেতারখানি, আদ্ধা তালের মাত্রা সংখ্যা ১৬।
২। ঠেকা আড়িতে চলে।
৩। বাংলা গানে যৎ অপেক্ষা কম প্রচলিত।

(৪) সুরফাঁক তাল-ঝাঁপতাল:
সমতা মাত্রাসংখ্যা ১০; (খ) ৩টি তালি; (গ) ১ম এবং ৩য় বিভাগে ২টি করে মাত্রা এবং (ঘ) উভয়েই শাস্ত্রীয় তাল।
।। বিভিন্নতা ।।
সুরফাঁকতাল :
১। পাঁচটি বিভাগ
২। প্রতি বিভাগে ২টি মাত্রা।
৩। মতান্তরে ৪/২/৪ করে তিনটি বিভাগ
৪। দুইটি খালি।
৫। ১ম, ৫, ও ৭, মাত্রায় তালি।
৬। ‘সুলতাল’ নামেও পরিচিত।
ঝাপতাল:
১। চারটি বিভাগ।
২। ১ম ও ৩য় বিভাগে ২টি করে এবং ২য় ও ৪র্থ বিভাগে ৩টি করে মাত্রা।
৩। বিভাগ নিয়ে মতান্তর নেই ।
৪। একটি খালি
৫। ১ম, ৩য় ও ৮ম মাত্রায় তালি।
৬। অন্য কোনও নাম নেই।

(৫) একতাল-চৌতাল:
সমতা। (ক) মাত্রাসংখ্যা ১২. (খ) চারটি ভাল এবং দুইটি খালি, (গ) প্রতি বিভাগে ২টি মাত্রা; (ঘ) বিভাগ ছয়টি এবং (ঙ) ১.৫, ৯ ও ১১ মাত্রায় (১ম, ৩য়, ৫ম ও ৬ষ্ঠ বিভাগে) তালি এবং ৩য় ও ৭ম মাত্রায় (২য় ও ৪র্থ বিভাগে) খালি।
।। বিভিন্নতা ।।
একতাল:
১। মতান্তরে প্রতি বিভাগে ৩টি করে মাত্রা ও চারটি বিভাগ
২। বিলম্বিত এবং দ্রুত-এই দুই লয়ে প্রযোজ্য।
৩। তবলার তাল ।
৪। মূলত ধ্রুপদ এবং ধ্রুপদাঙ্গ বাংলা গানে প্রয়োগ করা হয়।
৫। প্রচলন বেশি
৬। চঞ্চল প্রকৃতির তাল।

চৌতাল:
১। বিভাগ নিয়ে কোনো মতান্তর নেই।
২। বিলম্বিত ও মধ্য লয়ে প্রযোজ্য।
৩। পাখোয়াজের ভাল, তবে তবলাতেও বাজানো হয়।
৫। একতাল অপেক্ষা কম প্রচলিত
৬। গম্ভীর প্রকৃতির তাল।
(৬) ত্রিতাল-ভিলোয়ারা:
সমতা : (ক) মাত্রাসংখ্যা ১৬’ (খ) প্রতি বিভাগে ৪টি মাত্রা নিয়ে মোট ৪টি বিভাগ: (গ) ৩টি তালি এবং ১টি খালি; (ঘ) ১ম, ২য়, ও ৪র্থ বিভাগে তালি এবং ৩য় বিভাগে খালি; (ঙ) মাত্রাসংখ্যা, বিভাগ, তালি ও খালি নিয়ে কোন মতান্তর নেই।
।। বিভিন্নতা ।।
ত্রিতাল:
১। ঠেকা নিয়ে মতাভেদ নেই
২। ঠেকায় কোন আড়ি নেই।
৩। মধ্য এবং দ্রুত লয়ে প্রয়োজ্য
৪। বহুল প্রচলিত তাল ।
৫। সকলপ্রকার গানে প্রযোজ্য
(৭) ত্রিতাল যৎ-আদ্ধা
তিলোয়ারা তাল:
১। ঠেকা নিয়ে মতান্তর আছে
২। মতান্তরে ঠেকায় আড়ি আছে।
৩। বিলম্বিত লয়ে প্রযোজ্য।
৪। ত্রিতাল অপেক্ষা কম প্রচলিত।
৫। কেবলমাত্র বিলম্বিত খেয়ালে প্রযোজ্য

ত্রিতাল- যৎ- আদ্ধা
সমতা । (ক) মাত্রাসংখ্যা ১৬ (খ) বিভাগ ৪টি, (গ) প্রতি বিভাগে চার মাত্রা (খ) ৩টি তালি এবং ১টি খালি (ঙ) ১ম, ২য় ও ৪র্থ বিভাগে তালি এবং ২য় বিভাগে খালি।
ত্রিতাল
১। মাত্রাসংখ্যা নিয়ে মতভেদ নেই।
২। প্রতি বিভাগের চার মাত্রা।
৩। আড়ি নেই ।
৪। সকল প্রকার গানে প্রযোজ্য
৫। বহুল প্রচলিত।
যৎ আদ্ধা তাল
১। মতান্তরে মাত্রাসংখ্যা ৮।
২। মতান্তরেও প্রতি বিভাগে ২ মাত্রা।
৩। আড়ি নেই, তবে ১৬ মাত্রার যৎ তালে অবগ্রহ আছে।
৪। মূলত ঠুংরী গানে প্রযোজ্য
৫। মধ্যম প্রচলিত।
(৮) তিলোয়াড়া আদ্ধা
সমতা: (ক) উভয় তালই আড়ি সমন্বিত। (খ) উভয় তালেরই চারটি বিভাগ: (গ) উভয় তালেই তিনটি তালি ১টি খালি।
।। বিভিন্নতা ।।
তিলোয়াড়া তাল:
১। মাত্রাসংখ্যা-১৬
২। প্রতি বিভাগে ৪টি করে মাত্রা।
৩। ভাল নিয়ে মতভেদ নেই।
আদ্ধা তাল:
১। মাত্রাসংখ্যা-৮
২। প্রতি বিভাগে ২টি করে মাত্রা।
৩। তাল নিয়ে মতভেদ আছে। মতান্তরে সেতারখানি
(৯) ঝাঁপতাল- একতাল:
সমতা (ক)উভয়ই শাস্ত্রীয় তাল; (খ) উভয় তালের প্রথম বিভাগে দুইটি মাত্রা এবং (গ) উভয় তালই সমান ব্যবহৃত হয় গানের ক্ষেত্রে।
।। বিভিন্নতা।।
ঝাঁপতাল:
১। ১০ মাত্রার তাল ।
২। তিনটি তালি ও একটি খালি
৩। ২/৩/২/৩ করে চারটি বিভাগ।
৪। ৩য় মাত্রায় ২য় তালি এবং ৮ম মাত্রায় ৩য় তা এম মাত্রায় ৩য় তালি।
৫। ১টি ফাঁক ৬ষ্ঠ মাত্রায়।
৬। ১ম ও ২য় তালির পর ফাঁক।
একতাল:
১। ১২ মাত্রার তাল
২। চারটি তালি, ২টি খালি।
৩। ৬টি বিভাগে প্রতি বিভাগেই ২ মাত্রা।
৪। ৫ম মাত্রায় ২য় তালি এবং
৫। ২টি ফাঁক ৩য় ও ৭ম মাত্রায়।
৬। ১ম তালির পর ১ম ফাঁক এবং ২য় তালির পরে ২য় ফাঁক।
(১০) ঝুমরা-দীপচন্দী:
সমতা : (ক) উভয়েরই ১৪ মাত্রায় তাল; (খ) উভয়েরই ৩/৪/৩/৪ করে চারটি বিভাগ; (গ) উভয় তালেই ৩টি তালি এবং ১টি খালি; (ঘ) উভয় তালের খালি ৮ মাত্রায় এবং (ঙ) উভয় তালই আড়িতে বাজে।
। বিভিন্নতা ।।
ঝুমরা:
১। দুই প্রকারের ঠেকা আছে-আড়িসহ এবং আড়িহীন ।
২ । ৩য়, ৭ম, ১০ম এবং ১৪ মাত্রায় বাণী আছে।
৩। বহুল প্রচলিত তাল ।
৪ । আড়ির প্রয়োগ স্বল্প।
৫। ২য় ও ৯ মাত্রায় আড়ি।
দীপচন্দী:
১। ঠেকা আড়িতেই চলে।
২। ৩য়, ৭ ও ১০ মাত্রায় অবগ্রহ।
৩। প্রায় অপ্রচলিত তাল ।
৪ । আড়ির প্রয়োগধিক্য আছে।
৫। প্রতি বিভাগের শেষ মাত্রায় আড়ি ।
(১১) দীপচন্দী-ধামার:
সমতা (ক) উভয় তালের মাত্রাসংখ্যা ১৪. (খ) উভয় তালের চারটি বিভাগ, (গ) উভয় তালের চারটি বিভাগে ৩টি তালি এবং ১টি খালি; (ঘ) উভয় তালের ফাঁক ৮ মাত্রায় এবং ৩য় তালি ১১ মাত্রায়।
।। বিভিন্নতা ।।
দীপচন্দী
১।৩/৪/৩/৪ করে ৪টি বিভাগ।
২। বিভাগ নিয়ে মতান্তর নেই।
৩। ২য় তালি ৪র্থ মাত্রায়
৪ । মতান্তরে ‘চাঁচর’ নামে অভিহিত।
৫। কোনও বিশেষ প্রকার গানে প্রয়োগ হয় না।
ধামার
১। ৫/২/৩/৪ করে ৪টি বিভাগ।
২। মতান্তরে ৫/৫/৪ করে ৩টি বিভাগ ।
৩। ২য় তালি ৬ষ্ঠ মাত্রায়
৪। নাম নিয়ে মতান্তর নেই।
৫। মূলত ‘হোরী’ সম্বন্ধীয় গানে প্রয়োগ হয়।
(১২) কাহারবা খেমটা
সমতা : (ক) উভয় তালেই একটি খালি
।। বিভিন্নতা ।।
কাহারবা
১। বার মাত্রায় তাল ।
২। প্রতি বিভাগে তিনটি করে মাত্রা।
৩। দুইটি বিভাগ ।
৪। একটি তালি
৫। মতান্তর নেই।
৬। প্রচলিত তাল ।
খেমটা
৩। চারটি বিভাগ
৪। তিনটি তালি।
৫। মতান্তরের নয় মাত্রায় খেমটার উল্লেখ পাওয়া যায়।
৬। অপ্রচলিত তাল ।
(১৩) দাদরা লোফা
সমতা: (ক) উভয় তালেই একটি মাত্র খালি।
।। বিভিন্নতা।।
দাদরা
১। ছয় মাত্রার তাল ।
২। দুইটি বিভাগ।
৩। প্রতি বিভাগে তিন মাত্রা।
৪। একটি তালি একটি খালি।
৫। শাস্ত্রীয় তাল ।
৬। সকল প্রকার গানেই প্রযোজ
লোফা
১। আট মাত্রার তাল ।
২। চারটি বিভাগ।
৩। প্রতি বিভাগে দুইটি মাত্রা।
৪। তিনটি তালি একটি খালি ।
৫। কীর্তনাঙ্গ তাল ।
৬। কেবল মাত্র কীর্তন গানে প্রয়োজ্য।
#Nazrul #KaziNazrul #KaziNazrulIslam #NazrulSangeet #NazrulGeeti

