নজরুল সঙ্গীতে অনুপ্রাস ও কেবল রূপক । নজরুলের ভাবনা

নজরুল সঙ্গীতে অনুপ্রাস ও কেবল রূপকঃ নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান।নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।

শ্রোতার পছন্দানুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় নজরুলের কারার ওই লৌহকপাট গানটি ১৬তম স্থানে এবং চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল গানটি ১৮তম স্থানে রয়েছে।

 

নজরুল সঙ্গীতে অনুপ্রাস ও কেবল রূপক

 

নজরুল সঙ্গীতে অনুপ্রাস ও কেবল রূপক । নজরুলের ভাবনা

(১) হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারে বারে। (গীতিশতদল) এখানে র চারবার ধ্বনিত হওয়ায় বৃত্ত্যানুপ্রাস। আবার একটি উপমের আশার উপরে একটি উপমান কুসুমের অভেদারোপের জন্য কেবল রূপক।

(২) বেদনার পারাবার করে হাহাকার তোমার আমার মাঝে প্রিয়তম। (অখণ্ড নজরুল-গীতি)

এখানে র সাতবার ও ম চারবার ধ্বনিত হওয়ায় বুত্ত্যনুপ্রাস। আবার একটি উপমেয় বেদনার উপরে একটি উপমান পারাবারের অভেদারোপের জন্য কেবল রূপক।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

(৩) কথা কও কথা কও, থাকিও না চুপ করে। মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে। (.) এখানে ক সাতবার, রও চারবার এবং ন তিনবার ধ্বনিত হওয়ায় বৃত্তানুপ্রাস। আবার একটি উপমেয় কথার উপরে একটি উপমান বৃষ্টির অভেদারোপের জন্য কেবল রূপক।

আরও দেখুনঃ

Leave a Comment