অন্য নাট্যকারের যে সকল নাটকে নজরুল গান রচনা: তিনি প্রধানত কবি। কাব্যপ্রতিভা তার চরমে পৌঁছেছে। আপামর জনসাধারণ তাকে কবি হিসেবেই জানে। সেজন্য জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) প্রতিষ্ঠা পেয়েছেন বাংলাদেশে। কবি হিসেবে প্রতিষ্ঠা পেলেও নজরুলের সাহিত্যপ্রতিভা ছিল বহুবিধ। তিনি কবিতা ছাড়াও সাহিত্যের সব শাখাতে স্মরণীয় অবদান রাখতে পেরেছেন। বাংলাসাহিত্য তার কাছ থেকে গ্রহণ করেছে গল্প, উপন্যাস, নাটক, গান, গজলসহ নানাবিধ সাহিত্যকর্ম। এসব সাহিত্যকর্ম বিশ্লেষণ করে বলা হয়েছে, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম ও দ্রোহের কবি।

অন্য নাট্যকারের যে সকল নাটকে নজরুল গান রচনা ও সুরসংযোজন করেছেন তার একটি তালিকা । নজরুলের ভাবনা
বাংলা সংস্কৃতির সর্বক্ষেত্রে নজরুলের পদচারনায় নজরুল প্রতিভার স্বাক্ষর রেখেছে। কাজী নজরুল নাটক রচনার পাশাপাশি অন্য নাট্যকারের নাটকে সঙ্গীত রচনা ও সুরসংযোজনের কাজটিও করেছেন। যাতে করে নাটকগুলো পরিবেশনায় পেয়েছে পরিপূর্ণতা ও সার্থকতা।
নিম্নে নজরুল যে নাটকগুলোর সঙ্গীতরচনা ও সুরসংযোজন করেছেন তার একটি তালিকা নিম্নে প্রদত্ত হলো

(১) শচীন সেন গুপ্তের “সিরাজউদ্দোলা” তে নজরুল ৫টি গান রচনা ও সুরারোপ করেন।
(২) মনিলাল বন্দ্যোপাধ্যায়ের “অন্নপূর্ণা” তে নজরুল ১৪টি গান রচনা ও সুরারোপ করেন।
(৩) ধীরেন্দ্র কৃষ্ণভদ্র রচিত “ব্লাউট আর্ট” এ নজরুল দুটি গান রচনা ও সুরদেন।
(৪) দেবেন্দ্র সাহার “অর্জন বিজয়” নাটকে ৫টি গানরচনা ও সুরারোপ করেন।
(৫) সুধীন্দ্রনাথ সাহার “সর্বহারা” নাটকে নজরুল ৭টি গান রচনা ও সুরারোপ করেন।
(৬) প্রবোধ কুমার সান্যালের “শ্যামলীর স্বপ্ন” তে নজরুল গান রচনা ও সুর সংযোজন করেছেন।

(৭) হেমেন্দ্র কুমার রায়ের “ধ্রুবতারা” নাটকে নজরুল ৪টি গানের সুর দেন। গানগুলি রচিয়তা হেমেন্দ্রকুমার ।
(৮) মন্মথরায়ের “সতি” তে নজরুল ১১টি গান রচনা ও সুরারোপ করেন।
(৯) মন্মথরায়ের “কারাগার” নাটকে নজরুলের রচিত গানসংখ্যা ৬টি। সুরও করেছেন কাজী নজরুল।
(১০) মনিলাল বন্দ্যোপাধ্যায়ের “জাহাঙ্গীর” নাটকের গান রচনা ও সুর করেন কাজী নজরুল।
(১১) মন্মথ রায়ের “মহুতা” নাটকে নজরুল ১৪টি গান রচনা করেন এবং সুরারোপ করেন।

(১২) সচীন সেন গুপ্তের “রক্তকমল” নাটকে নজরুল ৭টি গান রচনা ও সুর সংযোগ করেন।
(১৩) মুকুন্দ দাসের রচিত নাটক “পল্লীসেবা” তে নজরুল ২টি গান রচনা করেন।
