আমি পুরব দেশের পুরনারী | Ami purob desher purnari | ১৩৫২ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (মে, ১৯৫৯) প্রমীলা নজরুল ইসলাম ১৬, রাজেন্দ্রলাল স্ট্রিট, কলিকাতা-৬, এই বুলবুল (২য় খন্ড) নামীয় সঙ্গীত গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটির পরিবেশক ছিলেন ডি এম লাইব্রেরি। মূল্য আড়াই টাকা। গ্রন্থটিতে গান ছিল ১০১টি। কবি-পত্নী প্রমীলা নজরুল ইসলাম প্রকাশিকার ভূমিকায় লেখেন, “কবির আধুনিক গানগুলি সংকলন করে “বুলবুল” (২য়) প্রকাশ করা হলো। তাড়াতাড়ি প্রকাশ করার জন্য ছাপায় কিছু ভুল থেকে গেছে। পরবর্তী সংস্করণে আশা করি কোনো ভুল থাকবে না। বইটির শেষ পৃষ্ঠায় কিছু সংশোধন করে দেওয়া হয়েছে।
রাগঃ
তালঃ কাহার্বা

আমি পুরব দেশের পুরনারী গানের কথা:
আমি পূরব দেশের পুরনারী (গো)। গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।। পদ্মকুলের আমি পদ্মিনী-বধূ এনেছি শাপলা-পদ্মের মধু ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায় শান্তি আনিয়াছি ভরি’ হেমঝারি।। আমি শঙ্খ-নগর হতে আনিয়াছি শাখা, অভয়শঙ্খ, ঝিল্ ছেনে এনেছি সুনীল কাজল গো — বিল্ ছেনে অনাবিল চন্দন-পঙ্ক (এনেছি)। এনেছি, শত ব্রত-পার্বণ-উৎসব এনেছি, সারস হংসের কলরব এনেছি, নব আশা-ঊষার সিন্দুর মেঘ-ডম্বরু সাথে মেঘ-ডুমুর শাড়ি।।
আমি পুরব দেশের পুরনারী স্বরলিপি:


নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি।

