শ্যাম তুমি যদি রাধা হতে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

শ্যাম তুমি যদি রাধা হতে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ কাহার্‌বা

শ্যাম তুমি যদি রাধা হতে

 

তুমি যদি রাধা হতে শ্যাম,
আমারি মতন দিবস-নিশি জপিতে শ্যাম-নাম।।
কৃষ্ণ-কলঙ্কেরি জ্বালা, মনে হ’ত মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম।।
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী বুঝিতে নিঠুর।
তুমি যে-কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি ক’রে
বুঝিতে, কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ-পোড়ানি অবিরাম।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

শ্যাম তুমি যদি রাধা হতে – পূূজন দাস ঃ

 

শ্যাম তুমি যদি রাধা হতে শ্যাম তুমি যদি রাধা হতে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

শ্যাম তুমি যদি রাধা হতে

 

Leave a Comment