মোসলেম ভারত ও কাজী নজরুল নিয়ে আজকের আলোচনা। ব্রিটিশ ভারতের মুসলিম লেখকদের বিকাশে মোসলেম ভারত পত্রিকা ভূমিকা রেখেছে। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর কাজী নজরুল ইসলাম ১৯২০ সালে করাচি থেকে ফিরে আসেন। এরপর আফজালুল হকের অনুপ্রেরণায় তিনি এই পত্রিকায় লেখালেখি শুরু করেন। নজরুলের ৪০টি লেখা এতে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁধনহারা, খেয়াপারের তরণী, শাত-ইল-আরব, মহররম, ফাতেহা-ই-দোয়াজদাহম, কামাল পাশা প্রভৃতি। সৈনিকের পোষাকে নজরুলের ছবিটি এই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল।
মোসলেম ভারত ও কাজী নজরুল
মোসলেম ভারত পত্রিকায় কাজী নজরুল ইসলামের যে-সব রচনা প্রকাশিত হয়, তার অধিকাংশই সাড়া জাগায়। ‘কামাল পাশা’ ও ‘বিদ্রোহী’ আত্মপ্রকাশ করে ‘মোসলেম ভারত’ পত্রিকার একই সংখ্যায়। উল্লেখযোগ্য যে, ঐ সংখ্যায় নজরুলের রঙিন ছবিও মুদ্রিত হয় এবং কবির ছবির নীচে ‘কামাল পাশা’ ও ‘বিদ্রোহী’ থেকে কয়েক পংক্তি উদ্ধৃতও হয়।
এ থেকেই স্পষ্ট যে, ‘মোসলেম ভারত’ এর সম্পাদক নজরুল প্রতিভা এবং উক্ত দুটি কবিতার স্বাতন্ত্র্য্য ও গুরুত্ব তাৎক্ষণিকভাবেই উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। ১৩২৮ সালের কার্তিক সংখ্যা ‘মোসলেম ভারত’ (পত্রিকাটি তখনও বাজারে ছাড়া হয়নি) থেকে সাপ্তাহিক ‘বিজলী’ (২২শে পৌষ, ১৩২৮) পত্রিকায় ‘বিদ্রোহী’ কবিতাটি পুর্নমুদ্রিত হয়।

‘বিজলী’তে কার্তিক (১৩২৮) সংখা ‘মোসলেম ভারত’ এর সমালোচনা প্রসঙ্গেই ‘বিদ্রোহী’ কবিতাটি সুকৌশলে পুনর্মুদ্রণের মাধ্যমে পাঠকদের উপহার দেওয়া হয়।
আরও দেখুনঃ