‘মোসলেম ভারত’ সাহিত্য পত্রিকার যেসব সংখ্যায় নজরুলের লেখা প্রকাশিত হয় তার একটি তালিকা

‘মোসলেম ভারত’ সাহিত্যপত্রটি একটি উচ্চাঙ্গের নান্দনিক সাহিত্যপত্র হিসেবে পাঠক সমাজের কাছে ব্যাপক সমাদৃত হয়ে ওঠে। কিন্তু দুঃখের বিষয় মাত্র একবছর আট মাস কাল এটি স্থায়িত্ব লাভ করে। সে হিসেবে মোসলেম ভারতের প্রকাশিত সংখ্যা হওয়া উচিত ছিল মোট ২০ টি। কিন্তু ১৩২৭ বঙ্গাব্দের চৈত্র সংখ্যা প্রকাশিত হবার পর ১৩২৮ বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা প্রকাশিত হয়।

 

‘মোসলেম ভারত' সাহিত্য পত্রিকার যেসব সংখ্যায় নজরুলের লেখা প্রকাশিত হয় তার একটি তালিকা প্রনয়ন

 

Table of Contents

‘মোসলেম ভারত’ সাহিত্য পত্রিকার যেসব সংখ্যায় নজরুলের লেখা প্রকাশিত হয় তার একটি তালিকা

মাঝের ‘বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ মাসে ‘মোসলেম ভারতে’র কোন সংখ্যার প্রকাশ হয়েছে বলে মনে হয় না। প্রকাশিত মোট ১৬টি (ষোল) সংখ্যার প্রায় সবকটিতেই কাজী নজরুল ইসলামের কোন না কোন লেখা স্থান পায়। মোসলমে ভারতে’র ১৬টি সংখ্যায় নজরুল ইসলামের যেসব লেখা প্রকাশিত হয়, তার একটি ধারাবাহিক সূচি নিচে দেয়া হল,

১. ১ম বর্ষ-১ম খণ্ড, বৈশাখ ১৩২৭, প্রথম সংখ্যা :

কাজী নজরুল ইসলামের বাঁধন-হারা (পত্রে উপন্যাস) প্রকাশিত হয় ১ম কিস্তি। লেখকের নাম হিসেবে লেখা হয় হাবিলদার কাজী নজরুল ইসলাম। বেশ কয়েকটি সংখ্যায় ‘হাবিলদার’ শব্দটি ব্যবহার করা হয়।

২. ১ম বর্ষ- ১ম খণ্ড, জ্যৈষ্ঠ ১৩২৭ দ্বিতীয় সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ২য় কিস্তি, ‘বোধক’ শীর্ষক গান এবং শাত-ইল-আরব’ কবিতাটি।

৩. ১ম বর্ষ- ১ম খণ্ড, আষাঢ় ১৩২৭, তৃতীয় সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ৩য় কিস্তি এবং হাফিজের ছন্দ ও ভাব অবলম্বনে ‘বাদর প্রাতের শরাব’ কবিতাটি।

৪. ১ম বর্ষ-১ম খণ্ড, শ্রাবণ ১৩২৭, চতুর্থ সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ৪র্থ কিস্তি, ‘বাদল বরিষণে’ (রুপক গল্প) এবং খেয়াপারের তরণী’ কবিতাটি।

 

‘মোসলেম ভারত' সাহিত্য পত্রিকার যেসব সংখ্যায় নজরুলের লেখা প্রকাশিত হয় তার একটি তালিকা প্রনয়ন

 

৫. ১ম বর্ষ-১ম খণ্ড ভাদ্র, ১৩২৭, পঞ্চম সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ৫ম কিস্তি, ও ‘কোরবানী’ কবিতাটি। ‘কোরবানী’ কবিতাটি ‘সবুজপত্রে’ প্রকাশিত তরীকুল আলমের ‘আজ ঈ প্রবন্ধের প্রতিবাদে রচিত।

৬. ১ম বর্ষ-১ম খণ্ড, আশ্বিন ১৩২৭ ষষ্ঠ সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ৬ষ্ঠ কিস্তি, ‘মোহররম’ কবিতা আর চয়নিকা’য় ‘নবযুগ’ থেকে সংগৃহীত ‘দুরন্ত পথিক’ কথিকা প্ৰকাশিত ।

৭. ১ম বর্ষ-২য় খণ্ড, কাৰ্ত্তিক ১৩২৭, প্রথম সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর ৭ম কিস্তি এবং ‘দুরের বন্ধু’ গান। গানটি কবি ১৩২৭ বঙ্গাব্দের আশ্বিনে বরিশালে বসে রচনা করেন।

৮. ১ম বর্ষ-২য় খণ্ড, অগ্রহায়ন ১৩২৭, দ্বিতীয় সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর কিস্তি, ফাতেমা-ই-দোয়াজ-দহম’ (আবির্ভাব) কবিতা এবং দিওয়ান-ই-হাফিজ ১ ও ২ গজল প্রকাশিত হয়।

৯. ১ম বর্ষ-২য় খণ্ড পৌষ ১৩২৭ তৃতীয় সংখ্যা :

দীওয়ান-ই-হাফিজ ৩ ও ৪ গজল, কবিতা গান ‘আশা’ প্রকাশিত হয়। গানটির সুর ও স্বরলিপিও প্রকাশিত হয়। যা করেন মোহনী সেনগুপ্তা। লক্ষণীয় ‘অগ্রহায়ন সংখ্যা’য় দীওয়ান’ শব্দটি-ইকার দিয়ে লেখা হয় কিন্তু পৌষ সংখ্যায় তা ঈ-কার দিয়ে লেখা হয়।

১০. ১ম বর্ষ-২য় খণ্ড, মাঘ ১৩২৭, চতুর্থ সংখ্যা :

বাঁধন-হারা (পত্রে উপন্যাস) এর এক কিস্তি, ‘বিরহ-বিধুয়া’ কবিতা ও দীওয়ান-ই হাফিজ ৫ ও ৬ গজল প্রকাশিত হয়।

১১. ১ম বর্ষ-২য় খণ্ড, ফাল্গুন ১৩২৭, পঞ্চম সংখ্যা :

এ সংখ্যায় বাঁধন-হারা প্রকাশিত হয়নি। গান ‘মরমী’ এবং ‘স্নেহ ভীতু’ প্রকাশিত হয়। বরিশালে বসে লেখা এ গানটি সুর ও স্বরলিপি লেখেন মোহিনী সেনগুপ্তা। ‘স্নেহভীতুর সঙ্গে সুর ও স্বরলিপিও প্রকাশিত হয়।

 

‘মোসলেম ভারত' সাহিত্য পত্রিকার যেসব সংখ্যায় নজরুলের লেখা প্রকাশিত হয় তার একটি তালিকা

 

১২. ১ম বর্ষ-২য় খণ্ড, চৈত্র, ১৩২৭ ষষ্ঠ সংখ্যা :

প্রকাশিত হয় মাত্র একটি গান, আমার ঘরের পাশ দিয়ে সে চলতো নিতুই সকাল সঁঝে। এটি পরে ‘প্রতিবেশিনী’ শিরোনামে ‘ছায়ানট’ গ্রন্থে সংকলিত হয়।

১৩. ২য়বর্ষ – ১ম খণ্ড, ভাদ্র ১৩২৭ প্রথম সংখ্যা :

প্রকাশিত হয় ‘কার বাঁশী বাজিল’ নামে কবিতা এবং এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মা’র আঙ্গিনায়’-গানটি।

১৪. ২য় বর্ষ-১ম খণ্ড, আশ্বিন ১৩২৮ দ্বিতীয় সংখ্যা :

মোহররম সংখ্যা রূপে প্রকাশিত হয়। এই সংখ্যায় নজরুলের ‘বাদল দিনে’ কবিতা ও ‘দিল-দরদী’ কবিতা প্রকাশিত হয়। ‘ভাদ্র সংখ্যা মোসলেম ভারত-এর সত্যেন্দ্রনাথ দত্তের ‘খাঁচার পাখী’ শীর্ষক করুণ কবিতাটি পড়ে কবি নজরুল ‘দিল-দরদী’ কবিতাটি লেখেন। এই সংখ্যায় চয়নিকা’য় সংকলিত হয় নজরুলের ‘পলাতকা’ কবিতা-যা ভারতী’ থেকে সংগৃহীত।

১৫. ২য় বর্ষ-১ম খণ্ড, কার্ত্তিক ১৩২৮/সফর ১৩৪০ হিঃ, তৃতীয় সংখ্যা :

এ সংখ্যায় নজরুলের ‘কামাল পাশা’ কবিতাটি ও ‘বিদ্রোহী’ কবিতাটি ছাপা হয়। সম্ভবত পূর্বের সংখ্যাটি থেকে হিজরী সন ব্যবহার করা শুরু হয়। অবশ্য এর আগের সংখ্যায় এক পৃষ্ঠায় পাশাপাশি গাজী মোস্তফা কামাল পামা ও গাজী আনোয়ার পাশার ছবি ছাপা হয়। নিচে ‘ক্যাপশন’ হিসেবে ‘কামাল পাশা’ ও ‘আনোয়ার’ কবিতার উদ্ধৃতি। শেষে হাবিলদার কাজী নজরুল ইসলামের একটি সৈনিক বেশি ছবি ছাপাহয়। নিচে ক্যাপশন হিসেবে ‘বিদ্রোহী’ কবিতার লাইন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

১৬. ২য় বর্ষ-১ম খণ্ড, অগ্রহায়ন ১৩২৮/রবিউল আউয়াল ১৩৪০, চতুর্থ সংখ্যা :

এ সংখ্যায় অদ্ভুত রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। লোগো’র ওপরে পবিত্র কোরআনের বাণী ছাপা হয় বঙ্গানুবাদে।

বাণীটি ছিল, যে পর্যন্ত কোন জাতি তাহাদের পরিবর্তন না করে, সে পর্যন্ত আল্লাহ তাহাদের (কোন) পরিবর্তণ করেন না।

কোরআন, সুরাহ রা’দ

এ সংখ্যায় নজরুলের ‘ফাতেহা-ই-দোয়াজ-দহম’ তিরোভাব কবিতা প্রকাশিত হয়। এই সংখ্যায় শৈলেন্দ্র কুমার মল্লিক ‘বিদ্রোহী বীর’ শীর্ষক একটি সুদীর্ঘ কবিতা লিখে কবিকে অভিনন্দিত করেন। কবিতাটি লেখা হয় ‘বিদ্রোহী’র ছন্দে।

Leave a Comment