বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
রাগঃ জৌনপুরী মিশ্র
তালঃ দাদ্রা
বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান
বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান।
সুরের সাথে হল আকুল পাষাণ পরান।।
আজকে ব্যথায় উঠল ভ’রে
মালার কুসুম পড়ল ঝ’রে,
পরান আমার কেমন করে নেবে তব দান।।
বৃথায় ফুলে সাজাও মোরে
ভাসাও যত নয়ন লোরে,
প্রাণের ঠাকুর ডাকেন মোরে কাঁদে মম প্রাণ।।
বিদায় বেলায় করুণ সুরে গাইছ কেন গান [নজরুল সঙ্গীত ] বর্ণালী সরকার :