কাজী নজরুলের বাল্যকালের ২টি গান । নজরুলের ভাবনা

কাজী নজরুলের বাল্যকালের ২টি গানঃ কাজী নজরুল ইসলাম বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো (বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল) দলে যোগ দেন।ঐ অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকোর (গোদা কবি) এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন।

লেটো দলেই সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। সেই অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশকিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ, শকুনীবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং মেঘনাদ বধ।

 

কাজী নজরুলের বাল্যকালের ২টি গান

 

কাজী নজরুলের বাল্যকালের ২টি গান । নজরুলের ভাবনা

নজরুলের বাল্যকালে রচিত দুটি গান নিরূপণ

 

কাজী নজরুলের বাল্যকালের ২টি গান

 

লেটো দলের বন্দনা গান

সকল পীর দেবতাকুলে
সর্বপ্রথম বন্দনা গাই তোমারই ওগো ‘বারিতালা’
তারপর দরূদ পড়ি মোহাম্মদ ‘সপ্নে আলা’।
সকল গুরুর চরণ মূলে
জানাই সালাম হস্ত তুলে
‘দোওয়া কর তোমরা সবে হয় যেন গো মুখ উজালা
সর্বপ্রথমে বন্দনা গাই তোমারই ওগো বারিতালা।
তোমারই ওগো খোদাতালা।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

লেটো দলের চাপান গান

পাল্লা-সাথে লেটোর ল্যাঠা লাগল,
ছড়াদার ও দোঁহাররা সব ভাগল
ওদের ছন্দ সুরের মিল নেইক গানেতে।
ও মিঞার জ্ঞান নেইক তানেতে
(ওদের) মাটির সাথে ‘আকড়া’ মিশাল ধানেতে
ষাঁড়ের সাছে গাধা বাঁধা থানেতে
দেখে ইহা ভদ্রলোক রাগল
(ওদের) ছড়াদার ও দোঁহাররা সব লাগল ।

 

আরও দেখুনঃ

Leave a Comment