বরষা ঐ এলো বরষা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

বরষা ঐ এলো বরষা গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

রাগঃ মেঘমল্লার

তালঃ ত্রিতাল

জাগো অরুন ভৈরব

 

বরষা ঐ এলো বরষা

বরষা ঐ এলো বরষা
আলোর ধারায় জল ঝরঝরি’ অবিরল
ধূসর নীরস ধরা হলো সরসা।।
ঘন দেয়া দমকে দামিনী চমকে
ঝঞ্ঝার ঝাঁঝর ঝমঝম ঝমকে
মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে
মরাল মরালীরে হেরি সহসা।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বরষা ঐ এলো বরষা [ নজরুল সঙ্গীত ] – ফাইরোজ আতকিয়া প্রমি :

 

বরষা ঐ এলো বরষা বরষা ঐ এলো বরষা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

বরষা ঐ এলো বরষা

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

আরও পড়ুন :

Leave a Comment