নজরুল সৃষ্ট তালের পরিচয় । নজরুলের ভাবনা

নজরুল সৃষ্ট তালের পরিচয়: সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশী সুরাশ্রিত গান।কাজী নজরুল ইসলাম নবাব আলী চৌধুরীর রচনায় ‘ম আরিফুন নাগমাত’ ও ফার্সি ভাষায় রচিত আমীর খসরুর বিভিন্ন বই পড়তেন এবং সেগুলোর সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের রাগ আয়ত্ত করতেন। এসব হারানো রাগের ওপর তিনি চল্লিশটিরও বেশি গান রচনা করেন।

 

নজরুল সৃষ্ট তালের পরিচয়

নজরুল সৃষ্ট তালের পরিচয় । নজরুলের ভাবনা

নজরুল ইসলাম তাঁর রচিত গানে তালের বৈচিত্র্যতার জন্যে ৬টি তাল সৃষ্টি করেন, ভালগুলো নিম্নরূপ-

১. প্রিয়াছন্দ

মাত্রাসংখ্যা – ৭ ( ২। ৩। ২)
ছন্দ । ১২ । ১২৩। ১২।
গান: মহুয়া বনে বন পাপিয়া।

২. মনিমালা ছন্দ

মাত্রা সংখ্যা-২০ (২। ৪। ২। ২ । ২ । ৪ । ২ । ২)
ছন্দ । ১২ । ৩৪৫৬। ৭৮। ৯১০। ১১১২। ১৩১৪১৫১৬। ১৭১৮। ১৯২০
গান মনজু মধুছন্দা নিত্য তব সঙ্গী

 

নজরুল সৃষ্ট তালের পরিচয়

 

৩. মনজু ভাষিনী ছন্দ :

মাত্রা সংখ্যা- ১৮ (২। ৩। ৫। ৩। ৩। ২)
ছন্দ । ১২। ৩৪৫ । ৬৭৮৯১০। ১১১২১৩। ১৪১৫১৬। ১৭১৮

৪. স্বাগতা ছন্দ

মাত্রা সংখ্যা- ১৬ (৩। ৫। ৪। ২।২)
ছন্দ । ১২৩। ৪৫৬৭৮ ৯ ১০ ১১ ১২ ১৩১৪ । ১৫১৬
গান – স্বাগতা নককচম্পক বর্ণা।

 

নজরুল সৃষ্ট তালের পরিচয়

 

৫. মন্দাকিনী ছন্দ

মাত্রা সংখ্যা-১৬(৬। ৩। ২। ৩। ২)
ছন্দ । ১ ২ ৩ ৪ ৫ ৬ । ৭ ৮ ৯ । ১০ ১১ । ১২ ১৩ ১৪ । ১৫ ১৬
গান : জল ছল ছল এস মন্দাকিনী।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

 

৬. নবনন্দন

মাত্রা সংখ্যা-২০ (৪ । ৪ ।৪ । ৪ । ৪)
ছন্দ। ১২৩৪ । ৫৬৭৮ । ৯১০১১১২। ১৩১৪১৫১৬। ১৭১৮১৯২০।
গান দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে।

আরও দেখুনঃ

Leave a Comment