নজরুল রচিত গ্রন্থ (প্রবন্ধ) সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম

নজরুল রচিত গ্রন্থ (প্রবন্ধ) সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম নিয়ে আজকের আলোচনা। নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধ ‘তুর্ক মহিলার ঘোমটা খোলা’ (সওগাত, কার্ত্তিক ১৩২৬)। করাচি সেনানিবাসে বাঙালি পল্টুনে সৈনিক থাকাকালীন তিনি প্রবন্ধটি লিখে পাঠান কলকাতা থেকে প্রকাশিত পত্রিকাটিতে। পরের বছর নজরুলের তিনটি প্রবন্ধ ‘জননীদের প্রতি’, ‘পশুর খুঁটিনাটি বিশেষত্ব’ ও ‘জীবন বিজ্ঞান’ প্রকাশিত হয় মোসলেম ভারত পত্রিকায়।

 

নজরুল রচিত গ্রন্থ (প্রবন্ধ) সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম

 

নজরুল রচিত গ্রন্থ (প্রবন্ধ) সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম

নজরুলের প্রথম প্রকাশিত মৌলিক প্রবন্ধ ‘উদ্বোধন’ (বকুল, আষাঢ় ১৩২৭) পরে এটি ‘জাগরনী’ নামে ‘যুগবাণী’ গ্রন্থে সংকলিত হয়। উদ্বোধন বা জাগরনী বকুল ফুল নিয়ে একটি আবেগপ্রবণ রচনা।প্রবন্ধিক নজরুলের বিকাশ ঘটে সাংবাদিক হওয়ার পর থেকে।প্রবন্ধসমূহ পাঁচটি গ্রন্থে সংকলিত হয়েছে।

নজরুল রচিত প্রবন্ধ :

যুগবানী।। কার্তিক ১৩২৯, অক্টোবর ১৯২২। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়ায় দ্বিতীয় মুদ্রণ জ্যৈষ্ঠ ১৩৪৬।

রাজবন্দীর জবানবন্দী।। মাঘ ১৩২৯, জানুয়ারি ১৯২৩

রুদ্রমঙ্গল।। ১৩৩৩ সাল, ১৯২৬

দুর্দিনের যাত্রী।। ভাদ্র ১৩৩৩, সেপ্টেম্বর ১৯২৬

ধুমকেতু ।। অগ্রহায়ন ১৩৬০, জানুয়ারি ১৯৬১

 

নজরুল রচিত গ্রন্থ প্রবন্ধ সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম নজরুল রচিত গ্রন্থ (প্রবন্ধ) সম্পাদিত পত্রিকা ও পরিচালিত পত্রিকাগুলোর নাম

 

নজরুল রচিত সম্পাদিত পত্রিকা :

নবযুগ।। ১২ জুলাই, ১৯২০

ধুমকেতু।। ১১ আগস্ট, ১৯২২

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

নজরুল পরিচালিত পত্রিকা:

লাঙল।। ২৫শে ডিসেম্বর ১৯২৫। সাপ্তাহিক। প্রথম কয়েকটি সংখ্যা বেরোনোর পর নাম পরির্তন হয়ে ‘গণবানী’ রূপে প্রথম প্রকাশ ১২ আগস্ট ১৯২৬।

 

আরও দেখুনঃ

Leave a Comment