নজরুল ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রমঃ বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে “জাতীয় কবি“ হিসাবে মর্যাদা দেওয়া হয়। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, ঔপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয়গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী-পুরুষের সমতার বন্দনা গত প্রায় একশত বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে।
নজরুল ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম । নজরুলের ভাবনা
কবি নজরুল ইনস্টিটিউট হল বাংলাদেশের সরকারি ইনস্টিটিউট যা ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। এর সদর ঢাকার ধানমন্ডির দপ্তর কবি ভবনে অবস্থিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউটেরা বর্তমান কার্যক্রমগুলির মোটামুটি ধারণা নিম্নে দেয়া হলো:
১. শুদ্ধবাণী ও সুরে স্বরলিপি প্রণয়ন।
২. আদি রেকর্ড ভিত্তিক গানের বাণী প্রকাশ।
৩. তথ্যভিত্তিক গ্রন্থ প্রকাশনা।
৪. নজরুল গবেষকদের মূল্যায়ন ।
৫ জাতীয় পর্যায়ে নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন।
৬. আদি রেকর্ডভিত্তিক গানের অডিও প্রকাশ ।
৭. সপ্তাহে দুই দিন নজরুলসঙ্গীত প্রশিক্ষণ কার্যক্রম।
৮ নজরুলসঙ্গীত ও সাহিত্যে ডিপ্লোমা প্রদান।
৯. প্রধান নজরুলসঙ্গীত শিল্পীদের Demoustrtion অনুষ্ঠানের আয়োজন। দ্বারা Lecture
১০. বাৎসরিক সঙ্গীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।
১১ জাতীয় দিবসে অনুষ্ঠান উদযাপন
১২. বিষয়ভিত্তিক পত্রিকা প্রকাশ।

১৩. গ্রন্থ প্রকাশ ও বিক্রয় বিষয়ে বিভিন্ন পদক্ষেপ ।
১৪ নারুলসঙ্গীতের প্রচার ও প্রসারে বিভাগীয় ও জেলাভিত্তিক সম্মেলন।
১৫ ‘মহাবিদ্যালয়’ ও ‘বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি প্রণয়নে নজরুল ইনস্টিটিউট এর ভূমিকা।
আরও দেখুনঃ