নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয় । নজরুলের ভাবনা

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয় : শ্যামাসংগীত কালী-বিষয়ক বাংলা ভক্তিগীতির একটি জনপ্রিয় ধারা। এই শ্রেণীর সঙ্গীত শাক্তপদাবলির একটি বিশিষ্ট পর্যায়। শাক্তকবিরা প্রধানত তন্ত্রাশ্রয়ী দর্শনে বিশ্বাসী ছিলেন বলে শ্যামাসংগীতে তন্ত্রদর্শন নানাভাবে দ্যোতিত। শ্যামাসঙ্গীতের পদগুলিতে কালী বা শ্যামা মাতৃরূপে ও ভক্ত সাধক সন্তানরূপে কল্পিত।

ভক্তের প্রাণের আবেগ, আকুতি, আবদার, অনুযোগ, অভিযোগ, দুঃখ-কষ্ট-যন্ত্রণার নিবেদন ছন্দোবদ্ধ হয়ে গীতধারায় প্রকাশিত হয়েছে এই পর্যায়ে। এই কারণে সাধনতত্ত্বের পাশাপাশি আত্মনিবেদনের ঘনিষ্ঠ আকূতি শ্যামাবিষয়ক পদগুলিতে অপূর্ব কাব্যময় হয়ে উঠেছে।

শুধু তাই নয়, সমাজজীবন ও লৌকিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ এই পদাবলির অধ্যাত্মতত্ত্ব শেষাবধি পর্যবসিত হয়েছে এক জীবনমুখী কাব্যে।

 

 

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়

 

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়

কাজী নজরুল ইসলাম প্রবর্তিত ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয় নিয়ে প্রদত্ত হলো:

(১) কে পরালো মুণ্ডমালা

গ্রন্থ – রাঙাজবা
প্রকাশকাল : নভেম্বর ১৯৩৪
রেকর্ড নং: এন ৭৩০২
শিল্পী : মৃনালকান্তি ঘোষ
পর্যায় শ্যামাসঙ্গীত
রাগ ভূপালী/ জৌনপুরী তালা দাদরা

 

 

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়

 

(২) তুই জগ্যে জননী শ্যামা

গ্রন্থ : নজরুল গীতি অখণ্ড
স্বরলিপি নজরুল স্বরলিপি ৯ম খণ্ড
প্রকাশকাল এপ্রিল ১৯৪০
রেকর্ড নম্বর এন ১৭৪৪৪
শিল্পী বীনা দত্তগুপ্ত পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: দাদরা

 

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়

 

(৩) মাগো আমি তান্ত্রিক নই

গ্রন্থ- রাঙাজবা

স্বরলিপি : নির্বাচিত স্বরলিপি ৪র্থ খণ্ড
প্রকাশ কাল ১৯৩৫
রেকর্ড নং এফ-পি ৪১৭২
শিল্পী : দেবেন বিশ্বাস পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: কাহারবা।

 

নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়

 

(৪) আমার কাল মেয়ে পালিয়ে বেড়ায়

গ্রন্থ : রাঙাজবা
স্বরলিপি নজরুল স্বরলিপি ৭ম খণ্ড
রেকর্ড নং : এন ৯৮৭৭
শিল্পী : কুমারী বিজনবালা ঘোষ
পর্যায় শ্যামা সঙ্গীত রাগ : ভীম পলশ্রী
তাল : কাহারবা

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

(৫) আমার কালো মেয়ে রাগ করেছে

গ্রন্থ : রাঙাজবা
স্বরলিপি : সুরবাহার
প্রকাশ কাল : সেপ্টেম্বর ১৯৩৮
রেকর্ড নং: এন ১৭১৮৩
শিল্পী মৃণালকান্তি ঘোষ
সুরকার : কমলদাশ গুপ্ত পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: দাদরা।

আরও দেখুনঃ

Leave a Comment