নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয় : শ্যামাসংগীত কালী-বিষয়ক বাংলা ভক্তিগীতির একটি জনপ্রিয় ধারা। এই শ্রেণীর সঙ্গীত শাক্তপদাবলির একটি বিশিষ্ট পর্যায়। শাক্তকবিরা প্রধানত তন্ত্রাশ্রয়ী দর্শনে বিশ্বাসী ছিলেন বলে শ্যামাসংগীতে তন্ত্রদর্শন নানাভাবে দ্যোতিত। শ্যামাসঙ্গীতের পদগুলিতে কালী বা শ্যামা মাতৃরূপে ও ভক্ত সাধক সন্তানরূপে কল্পিত।
ভক্তের প্রাণের আবেগ, আকুতি, আবদার, অনুযোগ, অভিযোগ, দুঃখ-কষ্ট-যন্ত্রণার নিবেদন ছন্দোবদ্ধ হয়ে গীতধারায় প্রকাশিত হয়েছে এই পর্যায়ে। এই কারণে সাধনতত্ত্বের পাশাপাশি আত্মনিবেদনের ঘনিষ্ঠ আকূতি শ্যামাবিষয়ক পদগুলিতে অপূর্ব কাব্যময় হয়ে উঠেছে।
শুধু তাই নয়, সমাজজীবন ও লৌকিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ এই পদাবলির অধ্যাত্মতত্ত্ব শেষাবধি পর্যবসিত হয়েছে এক জীবনমুখী কাব্যে।
নজরুলের ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয়
কাজী নজরুল ইসলাম প্রবর্তিত ৫টি শ্যামাসঙ্গীতের পরিচয় নিয়ে প্রদত্ত হলো:
(১) কে পরালো মুণ্ডমালা
গ্রন্থ – রাঙাজবা
প্রকাশকাল : নভেম্বর ১৯৩৪
রেকর্ড নং: এন ৭৩০২
শিল্পী : মৃনালকান্তি ঘোষ
পর্যায় শ্যামাসঙ্গীত
রাগ ভূপালী/ জৌনপুরী তালা দাদরা
(২) তুই জগ্যে জননী শ্যামা
গ্রন্থ : নজরুল গীতি অখণ্ড
স্বরলিপি নজরুল স্বরলিপি ৯ম খণ্ড
প্রকাশকাল এপ্রিল ১৯৪০
রেকর্ড নম্বর এন ১৭৪৪৪
শিল্পী বীনা দত্তগুপ্ত পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: দাদরা
(৩) মাগো আমি তান্ত্রিক নই
গ্রন্থ- রাঙাজবা
স্বরলিপি : নির্বাচিত স্বরলিপি ৪র্থ খণ্ড
প্রকাশ কাল ১৯৩৫
রেকর্ড নং এফ-পি ৪১৭২
শিল্পী : দেবেন বিশ্বাস পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: কাহারবা।
(৪) আমার কাল মেয়ে পালিয়ে বেড়ায়
গ্রন্থ : রাঙাজবা
স্বরলিপি নজরুল স্বরলিপি ৭ম খণ্ড
রেকর্ড নং : এন ৯৮৭৭
শিল্পী : কুমারী বিজনবালা ঘোষ
পর্যায় শ্যামা সঙ্গীত রাগ : ভীম পলশ্রী
তাল : কাহারবা

(৫) আমার কালো মেয়ে রাগ করেছে
গ্রন্থ : রাঙাজবা
স্বরলিপি : সুরবাহার
প্রকাশ কাল : সেপ্টেম্বর ১৯৩৮
রেকর্ড নং: এন ১৭১৮৩
শিল্পী মৃণালকান্তি ঘোষ
সুরকার : কমলদাশ গুপ্ত পর্যায় শ্যামাসঙ্গীত
তাল: দাদরা।
আরও দেখুনঃ