কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয় । নজরুলের ভাবনা

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয়: নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।

সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।

 

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয়

 

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয় । নজরুলের ভাবনা

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতি নিম্নে উল্লেখ করা হলো

(১) কৃষ্ণকৃষ্ণ বল রসনা

প্রকাশকাল : ১৯৪০

গ্রন্থ : নজরুল গীতি (অখণ্ড)

সুরকার : কমলদামগুপ্ত

শিল্পী : কে মল্লিক ও অনিমা

পর্যায় : ভক্তিমূলক

তাল : দাদরা

 

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয়

 

(২) কোথায় গেলি মাগো আমার

গ্রন্থ : রাঙাজবা

স্বরলিপি : নজরুল সুর সঞ্চয়ন ২য়খণ্ড।

রেকর্ড নং : এন ৯৭৮১

শিল্পী : মৃনাল কান্তি ঘোষ পর্যায় : ভক্তিমূলক

রাগ : জয়জয়ন্তী

তাল: দাদরা

 

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয়

 

(৩) জয় বিগলিত করণারুপিনী

শিরোনাম : শ্রী গঙ্গাস্বর

প্রকাশকাল : ১৯৪১

গ্রন্থ : নজরুল গীতি অখণ্ড

স্বরলিপি : কলগীতি

গীতি আলেখ্য : দশমহাবিদ্যা

রেকর্ড নং : এন ১৭১৩১

শিল্পী : জ্ঞান গোস্বামী

পর্যায় ভক্তিমূলক

রাগ : ভৈরবী

তাল : ত্রিতাল

 

কাজী নজরুলের ৫টি ভক্তিগীতির পরিচয়

 

(৪) জয়বিবেকানন্দ সন্ন্যাসী বীর

প্রকাশকাল : ১৯৩৭ গ্রন্থ বনগীতি

স্বরলিপি : কলগীতি

রেকর্ড নং : এন ৯৮৮৭

শিল্পী : যুঁথিকা রায় এবং কমলদাশগুপ্ত

পর্যায় : ভক্তিমূলক

তাল: তেওড়া

[বি: দ্র: রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কবি এ গানটি রচনা করেছেন।]

 

google news logo

 

(৫) জয়তু শ্রী রামকৃষ্ণ নমঃনমঃ

গ্রন্থ : নজরুল গীতি

সুরকার : মনোরঞ্জন সেন

স্বরলিপি প্রকাশ : নজরুল গীতি অখণ্ড

রেকর্ড নং জে. এন. জি- ৫৪৫৬

শিল্পী : ভবানী চন্দ্র দাস

পর্যায় : ভক্তিমূলক

রাগ: ইমন

তাল: একতাল ।

Leave a Comment