কাজী নজরুলের ছেলেমেয়ে ও নাতি-নাতনীদের পরিচয়: কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
কাজী নজরুলের ছেলেমেয়ে ও নাতি-নাতনীদের পরিচয়
কাজী নজরুলের ৪টি পুত্র সন্তান ছিল কিন্তু কোনো কন্যা সন্তান ছিল না।
নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি/ফারসি উভয় ভাষাতেই নামকরণ করেন।
১. প্রথম পুত্র আজাদ কামাল।
২. দ্বিতীয় পুত্র বুবুল, জন্ম ১৯২৬ সালের ৯ সেপ্টেম্বর। মৃত্যু ১৯৩০ সালে।
৩. তৃতীয় পুত্র কাজী সভ্যসাচী ( সানি) মৃত্যু : ১৯৭৯ সালের ৩ মার্চ ।
৪. ৪র্থ পুত্র কাজী অনিরুদ্ধ (নিনি) মৃত্যু ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি।

সভ্যসাচীর দুটি মেয়ে ও একটি ছেলে। (১) খিলখিল কাজী ও (২) মিষ্টি কাজী এবং ছেলে বাবুল কাজী।
অনিরুদ্ধের দুটি পুত্র ও ১টি কন্যা। ছেলে কাজী অরিন্দম ও কাজী অনির্বাণ এবং মেয়ে অনিন্দিতা।
আরও দেখুনঃ