নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ

নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ নিয়ে আজকের আলোচনা। প্রেম-বিদ্রোহ-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের কাব্য সাম্রাজের পাশাপাশি রয়েছে অনন্য গদ্যের ভুবন। এর মধ্যে গল্প-নাটক-উপন্যাস-প্রবন্ধ উল্লেখযোগ্য। যদিও কবি সর্বাধিক পরিচিত কবিতার ঝঙ্কারে, তবে উপন্যাসের পৃথিবীতেও যে তার পদচারণা রয়েছে, তা প্রমাণ করে তিনটি বিস্ময়কর উপন্যাস।

নজরুলের সাহিত্যজগতে প্রথম প্রবেশ গদ্যের মধ্য দিয়ে।পরবর্তীতে তিনি কবিতায় মনোনিবেশ করলেও সেই সাথে গদ্যচর্চা অব্যাহত রেখেছেন। গল্প-উপন্যাসে যা বাংলা সাহিত্যকে দিয়েছে ভিন্নতার ছোঁয়া। ‘বাঁধনহারা’, ‘মৃত্যুক্ষুধা’ ও ‘কুহেলিকা’ এ তিনটি উপন্যাসই স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। নজরুল তার উপন্যাসে সৃষ্টিতে নিজস্ব দ্রোহ-কাব্যিক ভাষা ও চমৎকার সুখপাঠ্য কাহিনী বিন্যাসে নিঃসন্দেহে সচেষ্ট ছিলেন।

তিনি গোটা কয়েকটি উপন্যাস রচনার মধ্যে দেখিয়েছেন শক্তিশালী লেখনীর প্রমাণ। তাছাড়া নজরুলের প্রকৃত স্বরূপ প্রেম-সাম্য ও বিপ্লব আদর্শকে এসব উপন্যাসে খুঁজে পাওয়া যায়।

 

নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ

 

নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ

 

নজরুলের উপন্যাস:

বাঁধন-হারা ।। শ্রাবণ ১৩৩৪, আগস্ট ১৯২৭

মৃত্যুক্ষুধা।। বৈশাখ ১৩৩৭, ১৯৩০

কুহেলিকা।। শ্রাবণ ১৩৩৮, জুলাই ১৯৩১

 

নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ

 

‘বাঁধনহারা’ উপন্যাসটি বাংলা সাহিত্যে প্রথম পত্রোপন্যাস, যেখানে সমাজের জটিলতা ও অতৃপ্ত প্রেম কাহিনী পত্রে পত্রে বর্ণিত। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটিকে বলা যায় প্রথম সাম্যবাদী উপন্যাস, অন্যদিকে ‘কুহেলিকা’ উপন্যাসটি দেশমাতৃকার প্রেম ও বিল্পবী চেতনার দৃষ্টান্ত।

‘বাঁধনহারা’ নজরুলের প্রথম উপন্যাস, যা ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পেতে থাকে, পরে ১৯২৭ সালে (১৩৩৪ শ্রাবণ) গ্রন্থাকারে প্রকাশ পায়।

 

নজরুলের উপন্যাস ও গল্প বিষয়ক গ্রন্থ

 

নজরুলের দ্বিতীয় উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ প্রকাশ পায় ১৯৩০ সালে (বৈশাখ ১৩৩৭)। মৃত্যুক্ষুধা প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের নিদারুণ দৈন্য, অর্থসংকট, সমাজ ও শ্রেণিবৈষম্য প্রভৃতি বিষয়ে উপলব্ধির প্রকাশ। এ উপন্যাসকে বলা যায় সাম্যবাদী চেতনাসম্পন্ন বাস্তুবাদী আখ্যান।

ঔপন্যাসিক নজরুলের সর্বশেষ উপন্যাস স্বদেশী বিপ্লবী চেতনার অপূর্ব আখ্যান ‘কুহেলিকা’ গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৩১ সালে। এ উপন্যাসে লেখক প্রধান চরিত্র স্বদেশ মন্ত্রে দীক্ষিত বিপ্লবী জাহাঙ্গীরের মধ্য দিয়ে সমসাময়িক স্বদেশ চেতনা বোধ, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি প্রভৃতির সফল প্রতিফলন ঘটিয়েছেন। সেই সাথে ব্যঙ্গ, হাস্যরস ও মিথকথনের মাধ্যমে অনন্যপ্রবাহ সঞ্চারিত করেছেন।

 

google news logo

 

 

নজরুলের গল্প :

ঝিলিমিলি।। অগ্রহায়ণ ১৩৩৭, নভেম্বর ১৯৩০

ব্যথার দান।। ফাল্গুন ১৩২৯, মার্চ ১৯২২

রিক্তের বেদন।। পৌষ ১৩৩১, ডিসেম্বর ১৯২৪

শিউলি-মালা।। কার্তিক ১৩৩৮, অক্টোবর ১৯৩১

Leave a Comment