দেশে দেশে গেয়ে বেড়াই | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

দেশে দেশে গেয়ে বেড়াই গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ কাহার্‌বা

 

দেশে দেশে গেয়ে বেড়াই

 

 

দেশে দেশে গেয়ে বেড়াই

 

দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান
হে খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান।।
এমনি তোমার নামের আছর –
নামাজ রোজার নাই অবসর,
তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ।।
তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে
নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে।
কাজের মাঝে হাটের পথে
রণ-ভূমে এবাদতে
আমি তোমার নাম শোনাব, করব শক্তি দান।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দেশে দেশে গেয়ে বেড়াই – তারক নট্ট ঃ

 

দেশে দেশে গেয়ে বেড়াই দেশে দেশে গেয়ে বেড়াই | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

দেশে দেশে গেয়ে বেড়াই

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

Leave a Comment