তুমি আমায় যবে জাগাও গুণী গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
তালঃ দাদ্রা

তুমি আমায় যবে জাগাও গুণী
তুমি আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
মোর হাত দু’টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে।।
সিন্ধু জলের জোয়ার সম, ছন্দ নামে অঙ্গে মম
রূপ হলো মোর নিরুপম তোমার প্রেমের সুরের অমৃতে।।
আমার আঁখির পল্লবদল উদাস অশ্রুভারে,
ভোরের করুণ তারা মতো কাপেঁ বারেবারে।
আনন্দে ধীর বসুন্ধরা, হলো চপল নৃত্যপরা
ঝরে রঙের পাগল ঝোরা তোমার চরণ রঞ্জিতে।।
তুমি আমায় যবে জাগাও গুণী [ নজরুল সঙ্গীত ] – বিটু শীল :


নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

