ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত। এই গানের রাগ ইমন-ভূপালী। দাদরা তালের উপরে তৈরি হয়েছে গানটি। প্রথম সন্তান কৃষ্ণ মুহাম্মদ জন্মের কয়েক মাস পরেই মারা যান। দ্বিতীয় সন্তান বুলবুল বেঁচে ছিলেন মাত্র ৩ – ৪ বছর। বুলবুল মারা যাওয়ার পর সন্তান হারানোর শোকে বিহ্ববল বাবা লিখেছিলেন: ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি; করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি’।

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি —
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।।
কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্‌ মর্মরি’।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় —
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।

 

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে [ নজরুল সঙ্গীত ] – বিটু শীল :

 

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে scaled ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

 

AmarNazrul.Com Logo 252x68 px White ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

Leave a Comment