কাজী নজরুলের ৫টি গজল গান : গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে। উচ্চভাবপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ রচনাও কোন কোন গানে দেখা যায়। এ গানে অনেকগুলো চরণ, কলি বা তুক্ থাকে।
গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। পার্থিব প্রেমের পাশাপাশি গজল গানে আছে অপার্থিব প্রেম, যে প্রেমে স্রষ্টার প্রতি আত্মার আকূতি নিবেদিত। গজল গানে স্রষ্টা আর তার প্রেরিত মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মেলবন্ধন ঘটিয়েছে পার্থিব প্রেমের সঙ্গে।
কাজী নজরুলের ৫টি গজল গানের পরিচয় । নজরুলের ভাবনা
বাংলা গজলের প্রবর্তক কাজী নজরুল ইসলামের ৫টি গজলের পরিচয় নিয়ে প্রদত্ত হলো।
(১) কে বিদেশী বন উদাসী
রচনাকাল ও স্থান : আশ্বিন, কৃষ্ণনগর, ১৩৩৪
পত্রিকা – সওগাত চৈত্র-১৩৩৪
স্বরলিপি প্রকাশ : কাজী নজরুল ইসলাম
গ্রন্থ : বুলবুল
রেকর্ড নং : এন ৩২৬২
শিল্পী : হরিমতি
পর্যায় গজল রাগ: খাম্বাজ গারা মিশ্র
তাল: কাহারবা ।
(২) তুমি যখন এসেছিলে
পত্রিকা : মোহাম্মদী-১৩৪১
বর্ষ : ২৭ সংখ্যা ৪২
গ্রন্থ : নজরুল গীতি (৫ম খণ্ড)
স্বরলিপি প্রকাশ : নজরুলসঙ্গীত স্বরলিপি ৫ম খণ্ড নজরুল ইনস্টিটিউট, ঢাকা।
স্বরলিপিকার: সুধীন দাশ
শিল্পী : মিস ইন্দুবালা পর্যায় গজল
রেকর্ড : এন ৭৪৩১
তাল: কাহারবা।
(৪) দাঁড়ালে দুয়ারে মোর
পত্রিকা : ভারতবর্ষ আষাঢ়- ১৩৪০
গ্রন্থ : নজরুল গীতি ২য় খণ্ড।
স্বরলিপি : সুরলিপি
প্রকাশকাল : ১৯৩৩
রেকর্ড নং: জে. এন. জি-৪৪
শিল্পী : কাজী নজরুল ইসলাম
পর্যায় : গজল
রাগ : পাহাড়ী মিশ্র
তাল: দাদরা
(৫) দিতে এলে ফুল হে প্ৰিয়
গ্রন্থ : বনগীতি
স্বরলিপি প্রকাশ : সঙ্গীতানজলি
প্রকাশকাল : ১৯৩৩
রেকর্ড নং – জে. এন. জি-৮
শিল্পী : কাজী নজরুল ইসলাম
পর্যায় : গজল
রাগ :মিশ্র যোগীয়া
তাল : কাহারবা ।
আরও দেখুনঃ