কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয় নিয়ে আজকের আলোচনা। ১৯৩০-৩১ সাল থেকে নজরুল নতুন এক ধারার সঙ্গীত রচনায় মনোনিবেশ করেন। এ সময়ে তিনি হিন্দু ভক্তিমূলক এবং ইসলামি গান রচনা শুরু করেন। নজরুলের সঙ্গীত রচনার চতুর্থ ধারাকে আধুনিক ও লোক-ঐতিহ্যভিত্তিক সঙ্গীত সৃষ্টির পর্বরূপে চিহ্নিত করা যায়।

 

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

 

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

১. বুলবুল

প্রথম প্রকাশ:

১৩৩৫ বঙ্গাব্দের কার্তিকে (১৫ নভেম্বর, ১৯২৮) প্রকাশিত হয়।

প্রকাশক :

গোপালদাস মজুমদার, ডি. এম. লাইব্রেরী ৬১ কর্ণওয়ালিস ত্রুটি, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ৪+৭০, মূল্য এক টাকা। ২য় সংস্করণ – ১৩৩৫ বঙ্গাব্দের চৈত্র ৩য় সংস্করণ ১৩৩৭ এর ভাদ্রে।

২. চোখের চাতক

প্রথম প্রকাশ –

১৩৩৬ অগ্রহায়ণে (১৯২৯ খ্রিস্টাব্দে ২১ ডিসেম্বর) প্রকাশিত হয়।

প্রকাশক :

শ্রী গোপাল দাস মজুমদার: ডি, এম, লাইব্রেরী ৬১ কর্ণওয়ালী পুঁটি, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ৪+৭৮ । মূল্য এক টাকা।। ২য় সংস্করন ১৯৬১ ।

 

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

 

৩. চন্দ্র বিন্দু

প্রথম প্রকাশ

১৩৩৭ সনে (সেপ্টেম্বর, ১৯৩১) এ প্রকাশিত হয়।

২য় সংস্করণ ১৯৪৬ (ফল্গুন, ১৩৫২) মূল্য সাড়ে তিন টাকা।

৩য় সংস্করণ: ১৯৫৮

মন্তব্য:

প্রথম সংস্করণ সরকার কর্তৃক ১৩ ডিসেম্বর ১৯৪৫ সালে বাজেয়াপ্ত হয়।

 

৪ নজরুল-গীতিকা

প্রথম প্রকাশ

১৩৩৭ সালের ভাদ্র মাসে (২ সেপ্টেম্বর, ১৯৩০) গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশ কালীকৃষ্ণ চক্রবর্তী, শরত চক্রবর্তী অ্যান্ড সঙ্গ, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ৪ ১৫১, মূল্য দেড় টাকা। ২য় সংস্করণ ১৯৩৪, ৭ম সংস্করণ ১৯৫১।

 

৫. নজরুল স্বরলিপি

প্রথম প্রকাশ

২৫ আগস্ট ১৯৩১ প্রথম প্রকাশিত হয়।

প্রকাশক 

কালী কৃষ্ণ চক্রবর্তী, শরৎচন্দ্র চক্রবর্তী অ্যান্ড নন, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলিকাতা। পৃষ্ঠা ৩+৮০, মূল্য দেড় টাকা। অন্য সংস্করণ ১৯৭৬।

 

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

 

৬. সুর সাকী :

প্রথম প্রকাশ

১৩৩৯ সালের আষাঢ় মাসে (৭ জুলাই, ১৯৩২) প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

প্রকাশক

শরৎচন্দ্র চক্রবর্তী অ্যান্ড সন্স, মানিকতলা পার্ক, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা : ৮+১০৪, মূল্য দেড় টাকা। ২য় সংস্করণ: ১৯৪৫ ।

 

৭. জুলফিকার

প্রথম প্রকাশ

১৩৩৯ সালের ভাদ্র মাসে প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

প্রকাশক :

বি. দোজা, এম্পায়ার বুক হাউস, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ৫৬, মূল্য – এক টাকা। ২য় সংস্করণ – ১৯৫২।

 

৮. বনগীতি

প্রথম প্রকাশ 

১৩৩৯ সালের আশ্বিন মাসে (১৩ অক্টোবর, ১৯৩২) ‘বনগীতি’ প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

প্রকাশক

এম্পায়ার বুক হাউস, ১৫ কলেজ স্কোয়ার, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ১২+৯৬, মূল্য দেড় টাকা, ২য় সংস্করণ ১৯৫২।

 

৯. গীতি-শতদল

প্রথম প্রকাশ:

১৩৪১ সালের বৈশাখ মাসে (এপ্রিল ১৯৩৪) গ্রন্থাকারে প্রকাশিত হয়।

প্রকাশক

ডি. এম. লাইব্রেরী, ৬১ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা : ৮ + ১০৪, মূল্য ১ টাকা ২য় সংস্করণ ১৯৫৪।

 

১০. সুরলিপি

প্রথম প্রকাশ :

১৬ আগস্ট ১৯৩৪ প্রকাশিত হয়।

প্রকাশক

গোবিন্দপদ ভট্টাচার্য, গুরুদাস চাটার্জী অ্যান্ড সন্স, ২০৩/১/১, কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ২ + ২ + ৭৯, মূল্য দেড় টাকা।

 

কাজী নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর পরিচয়

 

১১. সুর মুকুর

প্রথম প্রকাশ ঃ

৪ অক্টোবর ১৯৩৪ (আশ্বিন ১৩৪১)।

প্রকাশক

গোপালদাস মজুমদার; ৬১ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ১+৮৮, মূল্য দেড় টাকা।

 

১২. গানের মালা

প্রথম প্রকাশ

চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স, ২০৯/১/১ কর্ণওয়ালিস ২৮টি, কলিকাতা। পৃষ্ঠা ১৩৪১ সালের আশ্বিন (২৩ অক্টোবর ১৯৩৪)

প্রকাশক

গুরুদাস ২+১১২, মূল্য পাঁচসিকা।

 

১৩. রাঙা জবা

প্রথম প্রকাশ :

১৩৩৭ সালের ১লা বৈশাক প্রথম প্রকাশিত হয়।

প্রকাশক

বেগম মরিয়ম আজিজ এম, এ. সোলেমানপুর, পশ্চিমবঙ্গ ভারত, ২৪-পরগনা, রাজীবপুর।

পৃষ্ঠা সংখ্যা ১০৭, মূল্য তিন টাকা।

 

১৪. বুলবুল (দ্বিতীয় খণ্ড)

প্রথম প্রকাশ –

১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ গ্রন্থকারে প্রকাশিত হয়। প্রকাশিকা মিসেস প্রমীলা নজরুল ইসলাম। ১৬নং রাজেন্দ্র লাল স্ট্রীট, কলিকাতা-৬। পৃষ্ঠা সংখ্যা ১০২।

 

google news logo

 

১৫. জুলফিকার (দ্বিতীয় খণ্ড)

প্রথম প্রকাশ :

১৩৩৯ ভাদ্রে প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

 

১৬. মহুয়ার গান

প্রথম প্রকাশ :

১৯৩০ সালের ১ জানুয়ারি এ গ্রন্থ প্রকাশিত হয়। প্রকাশনা গোপালদাস মজুমদার ডি. এম. লাইব্রেরী, ৬১ কর্ণওয়ালিস স্ট্রীট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা : ১৩, মূল্য দুই আনা ।

 

১৭. গীতি মাল্য

প্রথম প্রকাশ :

নজরুল ইসলামের গানের সংকলন গীতিমাল্য ১৯৬৯ সালে প্রকাশিত হয়। প্রকাশক মদনগোপাল গুপ্ত, কথা-ভারতী, ৪৬ পার্বতী ঘোষ লেন, কলিকাতা- ৭। ১৮ গুল বাগিচা : প্রথম প্রকাশ ১৩৪০,

প্রকাশক :

দি গ্রেট ইস্টার্ণ লাইব্রেরি, ১৫নং কলেজ স্কোয়ার কলকাতা পৃষ্ঠা ১২+১০৮, মুল্য ১ টাকা।

Leave a Comment