কাজী নজরুলের গীতি আলেখ্য: প্রেমের কবি কাজী নজরুল ইসলাম সঙ্গীত ও কাব্যের পাশাপাশি রচনা করেছেন প্রবন্ধ, গল্প, নাটক, গীতিনাট্য নজরুল যে গীতিনাট্যগুলি রচনা করেছেন সে গুলোর প্রচারের সময় দেয়া হলো।
কাজী নজরুলের গীতি আলেখ্য
(১) বিজয়া :
১৯৩১ সালের ২২ অক্টোবর আকাশবাণী হতে প্রচারিত হয়।
(২) দেবীস্তুতি :
আকাশবাণী হতে সর্বপ্রথম প্রচারিত হয় ১৯৩৮ সালের ২৭ জানুয়ারি।
আকাশ বাণীর নামকরণ উপলক্ষে পুনরায় ১৯৪০ সালের ২০ আগস্ট কলকাতা কেন্দ্র হতে দেবীস্তুতি আবার পরিবেশিত হয়।

(৩) পারদশ্রী :
১৯৪১ সালের ১৩ সেপ্টেম্বর এ গীতি আলেখ্যটি আকাশকালী হতে প্রচারিত হয়। এ ছাড়াও ১৯৩৭ সালে ডিসেম্বর মাসে কবি একটি গীতি আলেখ্য রচনা করেন যদিও তার প্রচারের ক্ষেত্রে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
আরও দেখুনঃ